বিনোদন ডেস্ক
ক্যারিয়ারের দুই মেরুতে দাঁড়িয়ে বলিউড বাদশা শাহরুখ খান ও বাহুবলীখ্যাত প্রভাস। পরপর ফ্লপ সিনেমা দিয়ে দেয়ালে পিঠ ঠেকেছে প্রভাসের, অন্যদিকে ‘পাঠান’ ও ‘জওয়ান’-এর সাফল্যে উড়ছেন শাহরুখ। ব্যর্থতা পেছনে ফেলতে প্রভাস চেয়ে আছেন তাঁর পরবর্তী সিনেমা ‘সালার’-এর দিকে। সিনেমাটি নিয়ে বেশ সতর্ক এই নায়ক। সাফল্য যেন হাতছাড়া না হয়, এ কারণে কিছু দৃশ্যের শুটিংও করছেন নতুন করে।
প্রথমে সেপ্টেম্বরে মুক্তির তারিখ ঘোষণা করলেও পরে সালারের মুক্তি পিছিয়ে নেওয়া হয় ২২ ডিসেম্বরে বড়দিন উপলক্ষে। সেখানে প্রভাসের পথের কাঁটা হয়ে দাঁড়িয়েছেন শাহরুখ খান। একই দিন মুক্তির ঘোষণা দেওয়া হয়েছে শাহরুখের ‘ডানকি’ সিনেমার। এমন খবরে দুই তারকার ভক্তদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। গতকাল সকাল থেকেই গুঞ্জন ছড়িয়ে পড়ে, পিছিয়ে যাচ্ছে ডানকি।
অফিশিয়ালি কোনো ঘোষণা না এলেও ডানকির পিছিয়ে যাওয়ার খবর ঢালাওভাবে প্রচার করে ভারতীয় গণমাধ্যমগুলো। নেটিজেনদের অনেকে মন্তব্য করেন, প্রভাসের কারণে পিছিয়ে যাচ্ছেন শাহরুখ। সেই গুঞ্জনে পানি ঢেলে দিতে বেশি সময় নেয়নি ডানকি টিম। জানানো হয়, ২২ ডিসেম্বরেই মুক্তি পাচ্ছে ডানকি। বোঝাই যাচ্ছে, বছরে হ্যাটট্রিক সাফল্য পেতে মরিয়া শাহরুখ। বছরের শুরুতে পাঠান, মাঝে জওয়ান, আর শেষে ডানকি দিয়ে নতুন রেকর্ড গড়তে যাচ্ছেন বলেই মনে করছেন শাহরুখ ভক্তরা।
প্রভাসের ‘সালার’ পরিচালনা করেছেন প্রশান্ত নীল। এ সিনেমায় আরও অভিনয় করেছেন পৃথ্বীরাজ সুকুমারন, শ্রুতি হাসান, মীনাক্ষী চৌধুরী প্রমুখ। অন্যদিকে ডানকিতে প্রথমবার শাহরুখ কাজ করছেন রাজকুমার হিরানির নির্দেশনায়। শাহরুখ খানের নায়িকা হয়েছেন তাপসী পান্নু। এ ছাড়া রয়েছেন ধর্মেন্দ্র ও ভিকি কৌশল।