আমদানি বাড়ায় মাত্র এক দিনের ব্যবধানে দিনাজপুরের হিলি স্থলবন্দরে পাইকারিতে কাঁচা মরিচের দাম কমেছে কেজিতে ১০ টাকা। এক দিন আগেও প্রতি কেজি কাঁচা মরিচ বন্দরে পাইকারিতে (ট্রাকসেল) ৭০ টাকায় বিক্রি হলেও তা কমে এখন বিক্রি হচ্ছে ৬০ টাকা কেজি দরে।
হিলি স্থলবন্দরের কাঁচামরিচ আমদানিকারক ইদ্রিস আলী জানান, সম্প্রতি বাজারে দেশীয় কাঁচা মরিচের দাম বাড়ার কারণে কাঁচা মরিচের সরবরাহ স্বাভাবিক রাখতে ও দাম নাগালের মধ্যে রাখতে হিলিবন্দর দিয়ে কাঁচা মরিচ আমদানি করা হচ্ছে। একইভাবে দেশের অন্যান্য বন্দর দিয়ে কাঁচা মরিচ আমদানি হচ্ছে। এর ফলে পণ্যটির চাহিদার তুলনায় সরবরাহ বাড়ার কারণে দাম কমছে।
হিলি স্থলবন্দরের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন বলেন, বন্দর দিয়ে কাঁচা মরিচের আমদানি আগের তুলনায় কিছুটা বেড়েছে। গত ৭ নভেম্বর ৩২ টন কাঁচা মরিচ আমদানি হয়েছিল। ৯ নভেম্বর সেটি প্রায় তিনগুণের মতো বেড়েছে।