Ajker Patrika
হোম > ছাপা সংস্করণ

টিউশন ফি লাগবে না

মুসাররাত আবির

টিউশন ফি লাগবে না

বিশ্বমানের শিক্ষাব্যবস্থা নিয়ে কাতার এখন জ্ঞান, বিজ্ঞান ও প্রযুক্তিতে খুব দ্রুত এগিয়ে যাচ্ছে। শিক্ষার ওপর আরও জোর দিতে আন্তর্জাতিক শিক্ষার্থীদেরও বিভিন্ন স্কলারশিপ দিচ্ছে দেশটির বিভিন্ন বিশ্ববিদ্যালয়। তেমনই একটি স্কলারশিপ দিচ্ছে কাতার বিশ্ববিদ্যালয়। এটি কাতারের রাজধানী দোহায় অবস্থিত দেশটির একমাত্র সরকারি বিশ্ববিদ্যালয়।

এ বছর কাতার বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশসহ সব আন্তর্জাতিক শিক্ষার্থীরা স্নাতকোত্তর ও পিএইচডি ডিগ্রির জন্য আবেদন করতে পারবেন। টিউশন ফি মওকুফ, আবাসন, বিমান খরচসহ নানা সুযোগ-সুবিধা রয়েছে স্কলারশিপটিতে।

যেসব অনুষদে পড়া যাবে

কলেজ অব আর্টস অ্যান্ড সায়েন্সেস: বায়োলজিক্যাল অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্স, অ্যাপ্লাইড স্ট্যাটিসটিকস, ম্যাটেরিয়াল সায়েন্স অ্যান্ড টেকনোলজি।

ইঞ্জিনিয়ারিং কলেজ: আর্কিটেকচার, সিভিল ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স, কম্পিউটার ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, আইপিই, ইইই, জিপিই।

কলেজ অব বিজনেস অ্যান্ড ইকোনমিকস: অ্যাকাউন্টিং, ফিন্যান্স, মার্কেটিং, বিবিএ।

কলেজ অব এডুকেশন: প্রাইমারি এডুকেশন, সেকেন্ডারি এডুকেশন, স্পেশাল এডুকেশন, আর্লি চাইল্ড এডুকেশন, এডুকেশন লিডারশিপ।

কলেজ অব ল: পাবলিক ল, প্রাইভেট ল, লিগ্যাল স্টাডিজ।

কলেজ অব হেলথ সায়েন্স: জেনেটিক কাউন্সেলিং, বায়োমেডিক্যাল সায়েন্স, হিউম্যান নিউট্রিশন, পাবলিক হেলথ।

কলেজ অব শরিয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ: ফিকহ।

কলেজ অব মেডিসিন।

কলেজ অব ফার্মেসি।

সুযোগ-সুবিধা

▶ টিউশন ফি লাগবে না।

▶ বিশ্ববিদ্যালয়ের নিজস্ব আবাসনের ব্যবস্থা রয়েছে।

▶ পাঠ্যপুস্তক ফি ছাড় দেওয়া হবে।

▶ বিমানে আসা-যাওয়ার খরচ।

আবেদনের যোগ্যতা

▶ স্নাতকোত্তরের জন্য স্নাতকে কমপক্ষে সিজিপিএ ২.৮ থাকতে হবে।

▶ পিএইচডির জন্য স্নাতকোত্তরে কমপক্ষে সিজিপিএ ৩ থাকতে হবে।

▶ ইংরেজি ভাষা দক্ষতা পরীক্ষার সনদ জমা দিতে হবে।

আবেদনের প্রক্রিয়া

অনলাইনে আবেদন করে সেখানে প্রয়োজনীয় কাগজপত্র; যেমন:

▶ কোর্সের আউটলাইন ও পাঠ্যতালিকা।

▶ কোর্স লেভেল-সম্পর্কিত তথ্য।

▶ কলেজ বা বিশ্ববিদ্যালয় অনুষদ কর্তৃক সুপারিশনামা।

▶ কোর্স অ্যাসেসমেন্টের পদ্ধতি বা পরীক্ষা, রচনা, প্রজেক্ট ওয়ার্ক ইত্যাদি।

▶ গ্রেডিং সিস্টেমসংক্রান্ত তথ্য।

▶ কোর্সের মেয়াদ, লেকচার-ঘণ্টা, ল্যাবরেটরিতে কাজের ঘণ্টা, ফিল্ডওয়ার্ক ইত্যাদি।

আবেদনের শেষ সময়:

৩১ জানুয়ারি, ২০২২

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ