হোম > ছাপা সংস্করণ

গাঁজা সেবনের অভিযোগে পাঁচজনের জেল-জরিমানা

কুমিল্লা ও মুরাদনগর প্রতিনিধি

কুমিল্লা নগরীতে মাদকবিরোধী অভিযানে পাঁচজনকে জরিমানা ও কারাদণ্ড দেওয়া হয়েছে। এ ছাড়া কুমিল্লার মুরাদনগর এবং কুমিল্লা আদর্শ সদর উপজেলা ও সদর দক্ষিণ উপজেলায় মাদকসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।

গত মঙ্গলবার দিনব্যাপী আদর্শ সদর উপজেলার শাসনগাছা ধর্মপুর, রেসকোর্সের বিভিন্ন স্থানে এ অভিযান চালনায় কুমিল্লা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কুমিল্লার সহকারী পরিচালক চৌধুরী ইমরুল হাসান জানান, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মৌসুমী আক্তারের নেতৃত্বে অভিযানে সদর উপজেলার বিভিন্ন স্থান থেকে পাঁচজনকে গাঁজা সেবনের অভিযোগে আটক করা হয়। এ সময় তাঁদের বিভিন্ন মেয়াদে সাজা ও জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।

আটক ব্যক্তিরা হলেন মো. লাভলু (২৬), মো. মোস্তফা (৩৬), মো. সাকিব (২১), মো. আহসানউল্লাহ ও মো. রাসেল (৩৫)।

কুমিল্লার মুরাদনগরে দেড় কেজি গাঁজাসহ জুয়েল বাহার (২৪) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে বাঙ্গরা বাজার থানা-পুলিশ। গতকাল বুধবার সকালে উপজেলার বাঙ্গরা বাজার থানার শ্রীকাইল ইউনিয়নের চন্দনাইল ঈদগা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার বলেন, বুধবার দুপুরে আদালতের মাধ্যমে তাঁকে কুমিল্লা জেল-হাজতে পাঠানো হয়েছে।

এ ছাড়া কুমিল্লা আদর্শ সদর উপজেলা ও সদর দক্ষিণ উপজেলা থেকে গতকাল ফেনসিডিলসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় মাদক পরিবহনের ব্যবহৃত একটি প্রাইভেট কার জব্দ করা হয়। র‍্যাব-১১, সিপিসি-২, কুমিল্লার কোম্পানি অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন এই তথ্য জানান।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মোসা. তাসলিমা বেগম (৩০), মোসা. নাজমা আক্তার (৩০) ও সাইদুর ইসলাম (৩৫)।

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ

সড়ক দুর্ঘটনায় ৬ প্রাণহানি

সেকশন