হোম > ছাপা সংস্করণ

‘জনগণ দ্রব্যমূল্যের চাপে আজ পিষ্ট’

ফরিদগঞ্জ ও মতলব দক্ষিণ (চাঁদপুর) প্রতিনিধি

তেল, গ্যাস, বিদ্যুৎসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে চাঁদপুরের ফরিদগঞ্জ ও মতলব উত্তর উপজেলায় বিক্ষোভ-সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এই কর্মসূচি পালন করা হয়।

‘দাম কমাও, জান বাঁচাও’ স্লোগানে কর্মসূচি পালন করে ফরিদগঞ্জ বিএনপি। সমাবেশে প্রধান অতিথি বক্তব্যে কেন্দ্রীয় প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক শেখ ফরিদ আহাম্মেদ মানিক বলেন, ‘তেল, গ্যাস, বিদ্যুৎ, পানিসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য-মূল্য যে হারে বৃদ্ধি পেয়েছে, দেশের ৯০ ভাগ মানুষ দুর্বিষহ জীবনযাপন করছে। দ্রব্যমূল্যসহ নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম দিনদিন বেড়েই চলছে। সরকারের কোনো মাথা ব্যথা নেই। মেগা প্রজেক্টের মাধ্যমে তারা মেগা মেগা দুর্নীতি করে। এই পেটোয়া সরকার প্রধান যদি নিজের টাকায় বাজার করতেন, তাহলে বুঝতেন দ্রব্যমূল্যের কী হাল। বাংলার জনগণ আজ দ্রব্যমূল্যের চাপে পিষ্ট।’

এ সময় সব রাজনৈতিক বন্দীদের মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবি জানানো হয়।

ফরিদগঞ্জ সদরে দলীয় কার্যালয়ে গতকাল বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা ও পৌরসভা বিএনপির আয়োজনে বিক্ষোভ-সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপির সভাপতি শরীফ মো. ইউনুছের সভাপতিত্বে সমাবেশের সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মজিবুর রহমান দুলাল। এতে প্রধান অতিথির বক্তব্য দেন কেন্দ্রীয় প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ আহাম্মেদ মানিক।

সমাবেশে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের আহ্বায়ক মহসিন মোল্লা, সদস্যসচিব আব্দুল মতিন, যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম নান্টু; পৌর যুবদলের আহ্বায়ক ইমাম হোসেন পাটওয়ারী, সদস্যসচিব কাউন্সিলর আমিন মিজি; উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাছান মঞ্জু ছাড়াও ইউনিয়ন বিএনপি ও এর সহযোগী সংগঠনে কয়েক শ নেতা-কর্মী।

মতলব উত্তর উপজেলার এনায়েত নগর সাহেববাজারে বেলা ১১টায় বিক্ষোভ সমাবেশ করে বিএনপি ও এর অঙ্গ সংগঠন। উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নূরুল হক জিতুর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মুনির চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব ইব্রাহিম কাজী জুয়েল। অন্যদের মধ্যে বক্তব্য দেন বিএনপি তোফায়েল পাটওয়ারী, উপজেলা যুবদলের আহ্বায়ক খায়রুল হাসান বেনু, নুরুল হক ফয়েজী, আসিনুর রহমান, হানিফ উদ্দিনসহ নেতা-কর্মীরা।

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ

সড়ক দুর্ঘটনায় ৬ প্রাণহানি

সেকশন