লালমনিরহাটের হাতীবান্ধায় আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে দুই ইউপি সদস্য প্রার্থীর একই প্রতীকের (মোরগ) পোস্টার পাওয়া গেছে। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ও উপজেলায় চলছে আলোচনা-সমালোচনা। তা ছাড়া বিভ্রান্তের মধ্যে পড়েছেন সংশ্লিষ্ট ভোটাররা।
একই প্রতীকের পোস্টার ছাপানো ওই দুই সদস্য প্রার্থী হলেন উপজেলার সিংগীমারী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের নুরুজ্জামান ও মো. মোক্তারুজ্জামান তুহিন।
জানা গেছে, আগামী ২৬ ডিসেম্বর হাতীবান্ধা উপজেলার ১২টি ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করেছেন নির্বাচন কমিশন। গত ৭ ডিসেম্বর প্রতীক বরাদ্দ দেয় উপজেলা নির্বাচন কমিশন। এতে মোরগ প্রতীক পান আক্তারুজ্জামান তুহিন। আর টিউবওয়েল প্রতীক পায় নুরুজ্জামান। এরপরেও দুজনই মোরগ প্রতীক দিয়ে পোস্টার ছাপিয়েছেন। এতে দ্বিধাদ্বন্দ্বে ভুগছেন সাধারণ ভোটারেরা।
এ বিষয়ে মোক্তারুজ্জামান তুহিন বলেন, ‘আমি মোরগ প্রতীক পেয়েছি। তাঁর সমস্ত কাগজপত্র আমার কাছে আছে। কিন্তু নুরুজ্জামান কী কারণে মোরগ প্রতীক দিয়ে পোস্টার ছাপিয়েছেন তা আমার জানা নেই।’
এ বিষয়ে নুরুজ্জামান বলেন, ‘আমি টিউবওয়েল প্রতীক পেয়েছি। ভুল বসত মোরগ প্রতীকের পোস্টার ছাপানো হয়েছে। পরে তা সংশোধন করা হয়।’
এ বিষয়ে হাতীবান্ধা উপজেলা নির্বাচন কর্মকর্তা নাজমুল ইসলাম বলেন, ‘বিষয়টি আমার জানা নেই। খোঁজ খবর নেওয়া হবে।’