বিনোদন প্রতিবেদক, ঢাকা
আরটিভির আয়োজনে চলছে সংগীতবিষয়ক রিয়েলিটি শো ইয়াং স্টার। এবার পঞ্চকবি রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, রজনীকান্ত সেন, অতুল প্রসাদ সেন ও দ্বিজেন্দ্রলাল রায়ের গান দিয়ে সাজানো হয়েছে ইয়াং স্টারের বিশেষ তিনটি পর্ব। পর্বগুলোয় প্রতিযোগীরা গেয়েছেন পঞ্চকবির গান। বিশেষ পর্বগুলোয় অতিথি বিচারক হয়েছেন রবীন্দ্রসংগীতশিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা ও নজরুলসংগীতশিল্পী ফাতেমা তুজ জোহরা।
রেজওয়ানা চৌধুরী বন্যা বলেন, ‘রিয়েলিটি শো’তে পঞ্চকবির গান নিয়ে বিশেষ পর্ব আয়োজনের বিষয়টা ভালো লেগেছে। আরও ভালো লেগেছে তরুণদের কণ্ঠে পঞ্চকবির গান শুনে, খুব ভালো গেয়েছে তারা।’
ফাতেমা তুজ জোহরা বলেন, ‘ছোট ছোট ছেলেমেয়ে কী সুন্দর করে কঠিন গানগুলো গাইল! পঞ্চকবির গান গাওয়া এত সহজ নয়। এই আয়োজনের মাধ্যমে ভালো ভালো শিল্পী উঠে আসবে বলে আমি বিশ্বাস করি।’
তিনটি পর্বের প্রতিটি পর্বেই অতিথি বিচারকের সঙ্গে থাকবেন এই আয়োজনের প্রধান তিন বিচারক ইবরার টিপু, প্রতীক হাসান ও পড়শী।
আজ রাত ৮টায় আরটিভিতে পঞ্চকবির গানের প্রথম পর্ব প্রচারিত হবে। অন্য দুটি পর্ব প্রচারিত হবে ৫ ও ১১ জানুয়ারি একই সময়ে, একই চ্যানেলে।
সোহাগ মাসুদের প্রযোজনায় মিউজিক্যাল এ রিয়েলিটি শো উপস্থাপনা করছেন মডেল ও অভিনেতা ইমতু রাতিশ ও নৃত্যশিল্পী রুহানী সালসাবিল লাবণ্য।