Ajker Patrika
হোম > ছাপা সংস্করণ

সরু সড়কে ভোগান্তি

সাদুল্লাপুর (গাইবান্ধা) প্রতিনিধি

সরু সড়কে ভোগান্তি

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার নলডাঙ্গা-সাদুল্লাপুর সড়কটি সরু হওয়ায় চলাচলে ভোগান্তি পোহাতে হচ্ছে স্থানীয়দের। এতে প্রতিনিয়তই ঘটছে ছোট বড় দুর্ঘটনা।

স্থানীয়রা জানান, ব্যস্ততম সড়কটি দিয়ে ঢাকাগামী কোচ, মাইক্রোবাস, পিকআপ, সিএনজিচালিত অটোরিকশা, মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহন চলাচল করে। এ ছাড়া এই সড়কে বিভিন্ন পণ্যবাহী ভারী ও হালকা যানবাহন চলাচল করে থাকে। কিন্তু সড়কটি সরু হওয়ায় যানবাহন চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। ক্রসিং করার সময় পায়ে হাঁটার জায়গাও থাকে না। সড়কের দুই দিকে যানবাহন আটকা পড়ে।

বাস চালক জিয়াদুল ইসলাম বলেন, সড়কটি চিকন হওয়ায় স্বাভাবিক গতিতেও গাড়ি চালান যায় না।

স্থানীয় ব্যাটারিচালিত অটোবাইক চালক বক্তার, জাহিদুল মিয়া, এনামুল ও আমজাদ হোসেন জানান, সড়কটি সরু হওয়ায় বাস-ট্রাকের সঙ্গে ক্রসিং করা যায় না। অটোবাইক নিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকতে হয়। এতে যাত্রীরা বিরক্তবোধ করেন। সড়কটি প্রশস্ত করা জরুরি হয়ে পড়েছে।

ওই সড়কে চলাচলকারী বাইসাইকেল আরোহী জহির মিয়া জানান, ছোট এই সড়কে বড় কোনো গাড়ি দেখলে ভয়ে সাইকেল থেকে নেমে সড়কের এক কোণে গিয়ে দাঁড়িয়ে থাকতে হয়।

নলডাঙ্গা ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য হাবিজার রহমান পাটোয়ারী বলেন, সরু এই সড়কটিতে পথচারী ও বিভিন্ন ধরনের যানবাহনের চাপ অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় বন্দরের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে তীব্র যানজটের সৃষ্টি হয়। এ অবস্থা থেকে পরিত্রাণ পেতে সড়কটি প্রশস্তকরণ খুবই জরুরি।

নলডাঙ্গা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জয়নাল আবেদীন বলেন, সড়কটি আমাদের ইউনিয়ন পরিষদের আওতাধীন নয়। এ ক্ষেত্রে আমাদের কিছু করার নেই। এ প্রসঙ্গে জানতে উপজেলা প্রকৌশলীর মুঠোফোনে যোগাযোগ করা হলেও ওপাশ থেকে সাড়া মেলেনি।

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ