Ajker Patrika
হোম > ছাপা সংস্করণ

ঢাকা লিট ফেস্টে তারার মেলা

বিনোদন প্রতিবেদক, ঢাকা

ঢাকা লিট ফেস্টে তারার মেলা

গতকাল বৃহস্পতিবার থেকে রাজধানীর বাংলা একাডেমিতে শুরু হয়েছে ঢাকা লিট ফেস্ট। চলবে ৮ জানুয়ারি পর্যন্ত। চার দিনের উৎসবে ১৭৫টির বেশি সেশনে অংশ নিচ্ছেন সারা পৃথিবীর পাঁচ শর বেশি লেখক, বক্তা, শিল্পী ও চিন্তাবিদ। এতে শিল্প-সাহিত্য নিয়ে নানা আয়োজনের পাশাপাশি প্রতিদিনই চলচ্চিত্র প্রদর্শনী ও গানের আয়োজন থাকবে। অংশ নিচ্ছেন আসাদুজ্জামান নূর, আফজাল হোসেন, চঞ্চল চৌধুরী, আজমেরী হক বাঁধন, রাফিয়াত রশিদ মিথিলা, রুবাইয়াত হোসেন, আরমিন মূসা, নুহাশ হুমায়ূনসহ বিনোদন জগতের অনেকেই।

গতকাল উৎসবের শুরুর দিনে দেখানো হয়েছে নুহাশ হুমায়ূন নির্মিত সিরিজ ‘পেটকাটা ষ’। তাঁর স্বল্পদৈর্ঘ্য সিনেমা ‘মশারি’ও দেখানো হয়েছে একই দিনে। এ ছাড়া আলোচিত যাত্রাপালা ‘দেবী সুলতানা’ ছাড়াও ছিল মেঘদল ব্যান্ডের গান।

আজ শুক্রবার বাংলা একাডেমির নভেরা হলে থাকছে ছয়টি সিনেমার প্রদর্শনী। বেলা সোয়া ১১টায় অমিত আশরাফের ‘কাঁঠাল’, দুপুর সাড়ে ১২টায় এলিজাবেথ ডি কস্তার ‘বাংলা সার্ফ গার্লস’, তিনটায় হুমায়রা বিলকিসের ‘বাগানিয়া’, সোয়া চারটায় তাসমিয়াহ্ আফরিনের ‘কবি স্বামীর মৃত্যুর পর আমার জবানবন্দি’ এবং ‘হিরোইনস ওয়ান নাইট’ ও পাঁচটায় প্রসূন রহমানের ‘প্রিয় সত্যজিৎ’ দেখানো হবে। বেলা তিনটায় গাইবেন আরমিন মূসা। সাড়ে ছয়টায় প্রদর্শিত হবে অস্কারজয়ী ব্রিটিশ অভিনেত্রী টিলডা সুইনটন অভিনীত ‘অরনাল্ডো’; প্রদর্শনের আগে আলোচনায় অংশ নেবেন এই অভিনেত্রী।

বাঁধন অংশ নেবেন দুটি আলোচনায়। ‘ধরাবাঁধার বাইরে’ শিরোনামের সেশনটি তিনি নিজেই পরিচালনা করবেন। অংশ নেবেন আফজাল হোসেন, বন্যা মির্জা ও চঞ্চল চৌধুরী। অনুষ্ঠিত হবে ৭ জানুয়ারি ৪টা ১৪ মিনিটে। এ ছাড়া ‘পুরুষত্ব বনাম পুরুষতন্ত্র’ অনুষ্ঠানে তিনি আলোচনা করবেন বন্যা মির্জার সঞ্চালনায়। ৮ জানুয়ারি ১২টা ৩০ মিনিটের ওই অনুষ্ঠানে থাকবেন ইরেশ যাকেরও। এ ছাড়া ৭ জানুয়ারি সকাল ১০টায় নজরুল মঞ্চে থাকবেন রাফিয়াত রশিদ মিথিলা। আলোচনা করবেন তাঁর লেখা বই ‘অ্যাডভেঞ্চার অব মম এন্ড মি’ নিয়ে।

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ