হোম > ছাপা সংস্করণ

নজর কাড়ল হাউস অব দ্য ড্রাগনের ট্রেলার

বিনোদন ডেস্ক

বিশ্বজুড়ে সাড়া জাগানো টিভি সিরিজ ‘গেম অব থ্রোনস’। এইচবিও চ্যানেলে সিরিজটির প্রচার শুরু হয় ২০১১ সালে, ৮টি সিজনের পর শেষ হয় ২০১৯ সালে। সিরিজটির তুমুল জনপ্রিয়তা দেখে নির্মাতারা ভাবেন, এটিকে আরও দীর্ঘায়িত করা যায় কি না! সিজন আর না বাড়িয়ে নতুন গল্প ও নতুন নাম নিয়ে ২০২২ সালের আগস্টে প্রচারিত হয় ‘হাউস অব দ্য ড্রাগন’ সিরিজের প্রথম সিজনের ১০টি পর্ব। গেম অব থ্রোনস যে সময়ের গল্প, হাউস অব দ্য ড্রাগন সেখান থেকে ফিরে গেছে আরও ২০০ বছর আগে। এটিকে তাই বলা হচ্ছে গেম অব থ্রোনস-এর প্রিক্যুয়েল।

নতুন খবর হলো, হাউস অব দ্য ড্রাগনের প্রথম সিজন প্রচারের দুই বছর পর আসছে এর দ্বিতীয় সিজন। আগামী ১৬ জুন এইচবিও প্রচার করবে নতুন সিজনের ৮টি পর্ব। বৃহস্পতিবার নতুন ট্রেলার প্রকাশ করে এ খবর জানিয়েছে চ্যানেলটি। তবে ট্রেলারে আনা হয়েছে ভিন্নতা। হাউস অব দ্য ড্রাগন যেমন চিরপ্রতিদ্বন্দ্বী দুই দলের গল্প, তেমনি ট্রেলারও এসেছে দুই ভাগে। একটি ব্ল্যাক, অন্যটি গ্রিন। দুই ট্রেলারে ভিন্ন দুই দলের গল্প। দর্শক চাইলে যেকোনো একদলকে বেছে নিয়ে ওই দলের গল্পটা কী হতে যাচ্ছে দ্বিতীয় সিজনে, সেটা জানতে পারবেন। প্রচারণার ক্ষেত্রে এই নতুনত্ব সিরিজটি নিয়ে দর্শকদের আরও আগ্রহী করে তুলেছে।

হাউস অব দ্য ড্রাগনের গল্প লেখা হয়েছে টারগারিয়ান গৃহযুদ্ধকে কেন্দ্র করে, যা সংঘটিত হয়েছিল গেম অব থ্রোনসের ২০০ বছর আগে। রাজা প্রথম ভিসেরিস টারগেরিয়ানের মৃত্যুর পর তাঁর দুই সন্তানের কে বসবে সিংহাসনে, বড় মেয়ে রাইনেইরা টারগেরিয়ান, নাকি বড় ছেলে দ্বিতীয় এগন টারগেরিয়ান? এ নিয়ে শুরু হয় গৃহযুদ্ধ। রাইনেইরার দলকে কালো, আর এগনের দলকে বলা হয় সবুজ দল। হাউস অব দ্য ড্রাগনের ট্রেলারও প্রকাশ করা হয়েছে এ দুই রংকে প্রাধান্য দিয়ে।

সিরিজটি তৈরি হয়েছে জর্জ আর আর মার্টিনের লেখা ফ্যান্টাসি ড্রামা ‘ফায়ার অ্যান্ড ব্ল্যাড’ অবলম্বনে। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন এমা ডি’আর্সি, অলিভিয়া কুক, ম্যাট স্মিথ, ইয়ান মিশেল, ইভ বেস্ট, টম গ্লিন কার্নি প্রমুখ।

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ

সড়ক দুর্ঘটনায় ৬ প্রাণহানি

সেকশন