Ajker Patrika
হোম > ছাপা সংস্করণ

সিবিএ নেতাকে বদলির প্রতিবাদে কর্মবিরতি

কুষ্টিয়া প্রতিনিধি

সিবিএ নেতাকে বদলির প্রতিবাদে কর্মবিরতি

কুষ্টিয়ায় গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলীর ব্যক্তিগত সহকারী (পিএ) ও সিবিএ নেতা মতিউর রহমানকে বরিশাল গণপূর্তে বদলির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে কুষ্টিয়া গণপূর্ত অধিদপ্তরের কর্মচারীরা।

গতকাল বৃহস্পতিবার তাঁরা কর্মবিরতি দিয়ে এ কর্মসূচি পালন করেন। সমাবেশে এ বদলি বাতিল করা না হলে কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন তাঁরা। এ ছাড়া বদলি বাতিল করতে জেলা শ্রমিক লীগের পক্ষ থেকে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দেওয়া হয়েছে।

সমাবেশে বক্তারা বলেন, ‘কুষ্টিয়া গণপূর্তের বর্তমান নির্বাহী প্রকৌশলী জাহিদুল ইসলাম নানা অনিয়ম দুর্নীতির সঙ্গে জড়িত। তানা মেডিকেল কলেজের টেন্ডারে নানা অনিয়ম, দুর্নীতি করেন। পাশাপাশি ঠিকাদারদের বিল প্রধানসহ নানা কাজে তিনি কমিশন আদায় করেন। এ বিষয়টি নিয়ে বিভিন্ন সময় পত্রিকায় সংবাদ প্রকাশও হয়েছে। বিষয়টি নিয়ে ঠিকাদারদের মধ্যেও অসন্তোষ বিরাজ করছে।’

বক্তারা আরও বলেন, ‘এদিকে মতিউর রহমান দীর্ঘদিন ধরে জাহিদুল ইসলামের নানা অপকর্ম, অনিয়ম, দুর্নীতির প্রতিবাদ জানিয়ে আসছিলেন। এ কারণে নিজের অপকর্ম ঢাকতে ওই নির্বাহী প্রকৌশলী ক্ষমতার জোরে শ্রমিক নেতা মতিউর রহমানকে বরিশাল গণপূর্তে বদলি করেছেন। আমরা এ বদলি বাতিল চাই।’ এইচ এম মতিউর রহমান একাধারে কুষ্টিয়া গণপূর্ত অধিদপ্তরের শ্রমিক কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক এবং কুষ্টিয়া জেলা শ্রমিক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক।

এ ব্যাপারে কুষ্টিয়া গণপূর্ত অধিদপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী (সংস্থাপন ও সমন্বয়) নাসিম খানের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘মতিউর রহমান ট্রান্সফারেবল জব করেন। এ কারণে বদলির বিষয়টি সাধারণ একটি ঘটনা।’

কুষ্টিয়া গণপূর্ত অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলীর অনিয়ম দুর্নীতির প্রতিবাদ করায় তাঁকে বদলি করা হয়েছে কিনা এমন প্রশ্ন করা হলে নাসিম খান বলেন, ‘আমি এই মুহূর্তে বাইরে আছি, আমার সঙ্গে অনেক লোকজন আছে। তাই এ ব্যাপারে আমি পরে কথা বলব।’

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ