Ajker Patrika
হোম > ছাপা সংস্করণ

প্রয়াত সাংসদের অবৈধ স্থাপনা সরাতে স্ত্রীকে নোটিশ

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি

প্রয়াত সাংসদের অবৈধ স্থাপনা সরাতে স্ত্রীকে নোটিশ

নওগাঁর রাণীনগর উপজেলার কাশিমপুর এলাকায় ভিপি সম্পত্তিতে অবৈধভাবে নির্মাণ করা স্থাপনা অপসারণ করতে সাবেক সাংসদ মরহুম ইসরাফিল আলমের স্ত্রী সুলতানা পারভিন বিউটিকে নোটিশ দেওয়া হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) সুশান্ত কুমার মাহাতো এই নোটিশ দেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নওগাঁ-৬ (রাণীনগর-আত্রাই) আসনের সাবেক সাংসদ মরহুম ইসরাফিল আলম কাশিমপুর মৌজায় বেশ কিছু জমির ওপর একটি ‘পল্লীশ্রী সমন্বিত কৃষি প্রদর্শনী খামার’ নামে একটি খামার গড়ে তোলেন। ওই সময় খামার এলাকায় ভিপি রেকর্ডভুক্ত প্রায় ১০ বিঘা সম্পত্তি অবৈধভাবে দখলে নিয়ে বেশ কিছু স্থাপনা নির্মাণ করেন। ভিপি সম্পত্তি থেকে এসব স্থাপনা অপসারণ করতে রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) সুশান্ত কুমার মাহাতো গত বৃহস্পতিবার সাবেক সাংসদের স্ত্রী সুলতানা পারভিন বিউটিকে একটি নোটিশ দেন।

এখনো নোটিশ হাতে পাননি জানিয়ে সুলতানা পারভিন বলেন, ‘গত ২০১৫ সাল থেকে ওই জমিগুলো বাৎসরিক লিজ নেওয়া আছে। এমপি সাহেব মারা যাওয়ার পর নতুন করে লিজ নবায়নের জন্য আবেদন দেওয়া আছে কিন্তু ভূমি অফিস নবায়ন করেনি। নোটিশ হাতে পেলে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।’

রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) সুশান্ত কুমার মাহাতো বলেন, অবৈধ স্থাপনা ৭ কার্যদিবসের মধ্যে অপসারণ করতে নোটিশ দেওয়া হয়েছে।

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ