‘নারী নির্যাতন বন্ধ করি, কমলা রঙের বিশ্ব’ গড়ি’ প্রতিপাদ্য সামনে রেখে নড়াইলের লোহাগড়ায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উদ্যাপন উপলক্ষে পাঁচজন সফল নারীকে জয়িতা হিসেবে সংবর্ধনা দেওয়া হয়েছে।
লোহাগড়ায় ‘জয়িতা অন্বেষণে বাংলাদেশ’ বিষয়ক কার্যক্রম গত মঙ্গলবার বেলা ১১টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নারী ও শিশু বিষয়ক অধিদপ্তরের আয়োজনে এবং লোহাগড়া উপজেলা প্রশাসনের সহযোগিতায় অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে যে পাঁচজন সফল নারীকে জয়িতা হিসেবে সংবর্ধনা দেওয়া হয়েছে তাঁরা হলেন পাঁচুড়িয়া গ্রামের আলেয়া বেগম, অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী গোপীনাথ পুর গ্রামের অঞ্জনা বেগম, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যম জীবন শুরু করা মঙ্গলহাটা গ্রামের নারী মিরা বেগম, শিক্ষা ও চাকরি ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নলদী গ্রামের নিখিল চন্দ্র সাহার মেয়ে ড. নিপা রানি সাহা এবং সমাজ উন্নয়নে কবি কামনা ইসলাম।