ক্রীড়া ডেস্ক
উইম্বলডনে একাই সাতবার শিরোপা জিতেছেন সেরেনা উইলিয়ামস। মার্কিন এই মহাতারকার ফেরা নিয়ে বাড়তি উচ্ছ্বাস থাকাটা স্বাভাবিক। বছরখানেক প্রতিযোগিতামূলক টেনিস থেকে দূরে থাকার পর অবশেষে আজ থেকে শুরু হওয়া উইম্বলডন দিয়ে ফের শিরোপা লড়াইয়ে নামবেন ২৩ গ্র্যান্ড স্লামজয়ী সেরেনা। আরেকটি শিরোপা জিতলেই তিনি স্পর্শ করবেন কিংবদন্তি মার্গারেট কোর্টকে।
তবে সেরেনা একাই নন, ঘাসের কোর্টে শ্রেষ্ঠত্বের লড়াইয়ে ফিরতে যাচ্ছেন পুরুষ এককে সর্বোচ্চ গ্র্যান্ড স্লামের মালিক রাফায়েল নাদালও। ফিট থাকতেই গত বছর উইম্বলডন থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন এই স্প্যানিয়ার্ড। এবার ফেবারিট হিসেবেই খেলবেন তিনি। এই মঞ্চে নাদালের বড় প্রতিদ্বন্দ্বী হবেন বর্তমান চ্যাম্পিয়ন নোভাক জোকোভিচ। আছেন কার্লোস আলভারেজের মতো তরুণেরাও।
নারী এককে অন্যতম ফেবারিট শীর্ষ বাছাই ও ফ্রেঞ্চ ওপেন চ্যাম্পিয়ন ইগা সিয়াতেক। তাঁকে চ্যালেঞ্জ জানাতে পারেন এমা রাদুকানু-ওনস জাবির-কোকো গাফরা। এবারের প্রতিযোগিতায় নিষেধাজ্ঞার কারণে দেখা যাবে না কোনো রাশিয়ান খেলোয়াড়কে।