Ajker Patrika
হোম > ছাপা সংস্করণ

স্কুল ভবন ঘেঁষে দোকান পাঠদান ব্যাহত

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

স্কুল ভবন ঘেঁষে দোকান পাঠদান ব্যাহত

বিদ্যালয়ের ভবন ঘেঁষে লাইন দিয়ে দোকানঘর নির্মাণ করায় শ্রেণিকক্ষে আলো-বাতাস প্রবেশ বন্ধ হয়ে গেছে। এতে শ্রেণিকক্ষ রুদ্ধ কক্ষে পরিণত হওয়ায় পাঠদানও ব্যাহত হচ্ছে। ঘটনাটি বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলার আলিমাবাদ ইউনিয়নের পূর্ব আলিমাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। কর্তৃপক্ষের দাবি, বিদ্যালয়ের জমি দখল করে সেখানে অবৈধভাবে দোকানঘর নির্মাণ করেছেন ইউপি সদস্য ঝর্ণা বেগম ও তাঁর স্বামী মহসিন মিয়াজি।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শাহআলম সাংবাদিকদের বলেন, স্থানীয় বাসিন্দা মো. শাহজাহান মাস্টারের দান করা জমিতে বিদ্যালয়টি ১৯৮৫ সালে প্রতিষ্ঠিত হয়। মহসিন মিয়াজির পরিবার দীর্ঘদিন বিদ্যালয়ের পুরো জমির মালিকানা দাবি আসছে। সম্প্রতি ইউনিয়নের প্রধান সড়ক ও বিদ্যালয়ের মাঝে অবস্থিত ১০ শতাংশ জমি দখল করে ৬টি দোকানঘর নির্মাণ করেছেন মহসিন মিয়াজি। স্কুল ভবন ঘেঁষে স্থাপনা নির্মাণ করায় শ্রেণিকক্ষের সবগুলো জানালা বন্ধ হয়ে গেছে।

তবে মহসিন মিয়াজি দাবি করেন, জমি দানকারী শাহজাহান মাস্টার অন্যের দাগের জমি বিদ্যালয়ের জন্য দিয়েছেন। সেখানে বিদ্যালয় স্থাপন না করে কয়েকজনের দাগের জমিতে স্থাপন করা হয়। পরে তিনি ওই মালিকের কাছ থেকে জমি কিনে নেন।  ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম বলেন, মহসিন মিয়াজির বিদ্যালয়ের জমি দখলের বিষয়টি ঊর্ধ্বতন মহলে জানানো হয়েছে।

আলিমাবাদ ইউনিয়নের উপসহকারী ভূমি কর্মকর্তা মো. সবুর মিয়া জানান, বিদ্যালয়ের জমি দখলের অভিযোগ পেয়ে ইউএনওর নির্দেশে তদন্ত করেছেন। পূর্ব আলিমাবাদ প্রাথমিক বিদ্যালয়ের পাশ দিয়ে ১২ ফুট প্রশস্ত পাকা সড়কটি পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বাঁধের ওপর নির্মিত। সড়ক ও বিদ্যালয়ের মধ্যবর্তী স্থানের দখল হওয়া জমিটিও পাউবোর।

মেহেন্দীগঞ্জের ইউএনও মো. নুরুন্নবী সাংবাদিকদের বলেন, তিনি যত দূর জেনেছেন, বিদ্যালয় থেকে অধিগ্রহণ করা পাউবোর জমিতে কয়েকটি দোকানঘর নির্মাণ করেছেন স্থানীয় মহসিন মিয়াজি। 

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ