ময়মনসিংহের মুক্তাগাছায় ভিক্ষুকদেরকে সাধারণ মানুষের দেওয়া দান-খয়রাতের অর্ধেক টাকা চলে যাচ্ছে দালালদের পকেটে। সপ্তাহের নির্ধারিত (প্রতি বুধবার) বাজারের দিন স্থানীয় ত্রিমোহিনী নতুন বাজারে ভিক্ষুকেরা ভিক্ষার যে টাকা পান তার অর্ধেক বাজারের ইজারাদারদের ছত্রছায়ায় এক শ্রেণির দালালদের দিতে হয়। ভিক্ষুকেরা স্থানীয় সংবাদকর্মীদের কাছে এমন অভিযোগ করেন। যার ভিডি ফুটেজ আজকের পত্রিকার কাছে রয়েছে।
তবে ত্রিমোহনী নতুন বাজারের ইজারাদার ফকিরদের টাকার ভাগ নেওয়ার বিষয় অস্বীকার করেছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা একেএম লুৎফর রহমান বলেছেন, বিষয়টি সম্পর্কে তিনি কিছুই জানেন না। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
জানা গেছে, মুক্তাগাছা উপজেলার গরু-ছাগলের হাট ত্রিমোহিনী নতুন বাজার। হাটে গরু, ছাগল, ধান, পাটসহ নিত্য প্রয়োজনীয় বিভিন্ন সামগ্রী পাওয়া যায়। এই হাটে স্থানীয় অন্ধ, শারীরিক, মানসিক, বাকপ্রতিবন্ধীসহ অনেক ভিক্ষুক সাহায্য পেতে বাজারের শিমুলতলীতে সপ্তাহের দিনে বসেন। বাজারে আগত ক্রেতা-বিক্রেতা তাদের মানতের টাকা ভিক্ষুকদের দান করেন। গত কয়েক মাস যাবৎ স্থানীয় কয়েক দালাল সেই টাকার অর্ধেক নিয়ে যাচ্ছেন।
সরেজমিনে গিয়ে দেখা গেছে, জনৈক আব্দুল জব্বারসহ কয়েক ব্যক্তি ভিক্ষুকদের হুমকি-ধমকি দিয়ে ছাগলের বাজারে সারা দিনের দানের টাকা ভিক্ষুকদের কাছ থেকে নিয়ে তাদের কাছে গচ্ছিত রাখেন।
এ বিষয়ে অন্ধ হিরা মিয়া, শারীরিক প্রতিবন্ধী হাফিজুল ইসলাম, আকাশসহ উপস্থিত একাধিক ভিক্ষুক বলেন, আমরা সারা দিনে ছদকা ও দানের যে টাকা পাই দালালরা তার অর্ধেক রেখে দিচ্ছে।
এ ব্যাপারে আব্দুল জবাবর বলেন, ভিক্ষুকেরা টাকার ভাগ নিয়ে নিজেদের মধ্যে ঝগড়া করতো, পরে বাজারের ইজারাদারের একজন আমাকে বলেছেন, ভিক্ষুকদের টাকা এক সঙ্গে করে সন্ধ্যা বেলায় তাদের ভাগ করে দিতে, আমি তাই করি।