বিয়ানীবাজার প্রতিনিধি
বিয়ানীবাজার উপজেলায় এইচএসসি ও সমমান পরীক্ষার্থীদের ফাইজারের টিকার দ্বিতীয় ডোজ দেওয়া শেষ হয়েছে।
বিয়ানীবাজার সরকারি কলেজ ভেন্যুতে গতকাল বুধবার পর্যন্ত উপজেলার ১২টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ১ হাজার ৮০০ জন এই টিকা নেয়। গত সোমবার শুরু হয় এই টিকাদান কার্যক্রম।
এই কার্যক্রমে এইচএসসি পর্যায়ে ভ্যাকসিন নেয় বিয়ানীবাজার সরকারি কলেজ, বিয়ানীবাজার আদর্শ মহিলা কলেজ, সৈয়দ নবীব আলী কলেজ, কুড়ারবাজার কলেজ, দুবাগ স্কুল অ্যান্ড কলেজ, বৈরাগী বাজার আইডিয়াল কলেজ, আছিরগঞ্জ স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা।
অন্যদিকে আলিম পর্যায়ে টিকা নেয় বিয়ানীবাজার কামিল মাদ্রাসা, মাথিউরা ফাজিল মাদ্রাসা, রহমতাবাদ দারুস সুন্নাহ মাদ্রাসা, বৈরাগীবাজার আলিম মাদ্রাসা ও দাসউরা সিনিয়র মাদ্রাসার শিক্ষার্থীরা।
উপজেলার ১২টি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় ১ হাজার ৮০০ জন এইচএসসি ও সমমান পরীক্ষার্থী ফাইজার টিকার দ্বিতীয় ডোজ নেয়।
বিয়ানীবাজার উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মৌলুদুর রহমান বলেন, এইচএসসি ও সমমান পরীক্ষার্থীদের স্বাস্থ্যঝুঁকি এড়াতে সুষ্ঠু ও সুন্দর পরিবেশে ফাইজার টিকার প্রথম ও দ্বিতীয় ডোজ প্রদান সম্পন্ন হয়েছে।
এইচএসসি পরীক্ষা ও সমমান পরীক্ষাকে সামনে রেখে সারা দেশের মতো বিয়ানীবাজার উপজেলার পরীক্ষার্থীরা গ্রহণ করেছিল ফাইজার টিকার প্রথম ডোজ।
গেল নভেম্বর মাসের ২৫, ২৬ ও ২৭ তারিখে একই ভেন্যুতে ১২টি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় ১ হাজার ৮০০ পরীক্ষার্থী গ্রহণ করে এই সুযোগ।