হোম > ছাপা সংস্করণ

শৈত্যপ্রবাহে কাপড় কিনতে ফুটপাতে ভিড় গরিবদের

নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি

কুড়িগ্রামের নাগেশ্বরীতে মাঝারি শৈত্যপ্রবাহ চলায় উপজেলার খেটে খাওয়া মানুষ বিপাকে পড়েছেন। অনেকে সাধ্য মতে গরম কাপড় কিনতে পারছেন না। এ কারণে ফুটপাত থেকে কমদামের কাপড় কিনে শীত নিবারণের চেষ্টা করছেন নিম্ন আয়ের মানুষ।

এদিকে গতকাল শুক্রবার সকাল ৯টায় কুড়িগ্রামে ৬ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে, যা দেশের সর্বনিম্ন তাপমাত্রা।

উপজেলার কাপড়ের দোকানগুলোতে শীতবস্ত্রের দাম দ্বিগুণ বেড়েছে। আর এসব কাপড় কিনতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে নিম্ন আয়ের মানুষের। বিক্রেতারা বলছেন মোকাম থেকে বেশি দামে খরিদ করায় বেশি দামে শীতবস্ত্র বিক্রি করতে হচ্ছে তাঁদের।

নাগেশ্বরী পৌরসভার টিঅ্যান্ডটি মোড়ে শীতবস্ত্র কেনাবেচার মার্কেটে গরম কাপড় কিনতে আসা মাইদুল ইসলাম ও আশরাফুল ইসলাম জানান, শীত বেড়ে যাওয়ায় গরম কাপড় কিনতে এসেছেন তাঁরা। ভালো মার্কেট কিংবা শোরুম থেকে শীতবস্ত্র কেনার আর্থিক সামর্থ্য তাঁদের নেই। তাই নিজের ও পরিবারের লোকজনের জন্য ফুটপাতের দোকানে গরম কাপড় কিনতে এসেছেন তাঁরা। তবে অন্যান্য বছরের তুলনায় এ বছর দাম বেশি বলে জানান তাঁরা।

উপজেলা গেটের সামনের ফুটপাতের দোকানে গরম কাপড় কিনতে আসা আনোয়ারা বেগম জানান, তাঁর সন্তানেরা শীতে কষ্টে আছে, তাই কমদামি কাপড় কিনতে এসেছেন তিনি।

উপজেলা গেটের সামনে কাপড় বিক্রেতা নুরু মিয়া জানান, অন্যান্য বছরের তুলনায় এ বছর মালামাল দ্বিগুণ দামে কিনতে হয়েছে। তাই ক্রেতাদের কাছে বেশি দাম চাইতে হয় তাঁদের। আর এতে অনেক সময় ক্রেতাদের সঙ্গে ঝগড়াও লেগে যায়। ফলে এবার বিক্রিও কমেছে।

উপজেলা নির্বাহী নির্বাহী কর্মকর্তা নূর আহমেদ মাছুম জানান, এবার ৭ হাজার ৫০টি কম্বল ১৪টি ইউনিয়ন ও একটি পৌরসভার ছিন্নমূল ও হতদরিদ্র পরিবারের মাঝে বিতরণ করা হয়েছে। এ ছাড়া ১২ লাখ টাকার শীতবস্ত্র কিনে অসহায় মানুষের মাঝে বিতরণ চলমান রয়েছে।

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ

সড়ক দুর্ঘটনায় ৬ প্রাণহানি

সেকশন