হোম > ছাপা সংস্করণ

করোনায় আক্রান্ত হয়ে সিসিইউতে সোহেল রানা, হাসপাতালে ভর্তি শাবনূর

বিনোদন প্রতিবেদক, ঢাকা

ঢাকাই সিনেমার ‘ড্যাশিং হিরো’ সোহেল রানা সিসিইউতে। তিনি করোনায় আক্রান্ত হয়ে ২৫ ডিসেম্বর হাসপাতালে ভর্তি হন। অবস্থা সংকটাপন্ন হওয়ায় গতকাল দুপুরে এই বীর মুক্তিযোদ্ধাকে সিসিইউতে নেওয়া হয়েছে। সোহেল রানার ছেলে মাশরুর পারভেজ ও ছোট ভাই চিত্রনায়ক রুবেল এই তথ্য নিশ্চিত করেছেন।

সোহেল রানার ছোট ভাই রুবেল বলেন, ‘অধ্যাপক ডা. শাহাবুদ্দিন তালুকদারের তত্ত্বাবধানে চিকিৎসাধীন সোহেল রানা। তাঁর ফুসফুসের ৭০ ভাগ আক্রান্ত হয়েছে। এমনিতে তাঁর অবস্থা স্থিতিশীল ছিল। মাঝে মাঝে অক্সিজেন সাপোর্ট লাগত। বেলা ১টার দিকে তাঁকে সিসিইউতে নেওয়া হয়। এখন তিনি চিকিৎসকদের পর্যবেক্ষণে আছেন।’

বাবার অসুস্থতার খবর পেয়ে দেশে ফিরেছেন ছেলে মাশরুর পারভেজ। গতকাল দেশে ফিরে তিনি বলেন, ‘আমি সবে দেশে ফিরেছি। বাবা এখন হাসপাতালে। তাঁর অবস্থা ভালো না শুনেছি।’

কয়েক দিন ধরে জ্বর ও কাশিতে ভোগার করাণে চিকিৎসকের পরামর্শে কোভিড পরীক্ষা করান সোহেল রানা। ফল পজেটিভি হওয়ায় ২৫ ডিসেম্বর রাতে তাঁকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।

অন্যদিকে অস্ট্রেলিয়ায় বসবাসরত চিত্রনায়িকা শাবনূর করোনায় আক্রান্ত হয়ে সিডনির একটি হাসপাতালে ভর্তি হয়েছেন বলে খবর পাওয়া গেছে। গত সপ্তাহজুড়ে তাঁর জ্বর ছিল। পরে কোভিড টেস্ট করা হলে পজেটিভ আসে। এরপর বাসাতেই আইসোলেশনে ছিলেন শাবনূর।

গতকাল অবস্থার অবনতি হলে শাবনূরকে অ্যাম্বুলেন্সে করে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয় বলে জানিয়েছেন তাঁর বোন ঝুমুর। এ ছাড়া শাবনূরের ইউটিউব চ্যানেলেও তাঁর করোনা আক্রান্ত হওয়ার খবরটি নিশ্চিত করে ভিডিও পোস্ট করা হয়েছে। ভিডিওতে শাবনুরের ছেলে আইজান মায়ের করোনায় আক্রান্ত হওয়ার খবর জানিয়ে সবার কাছে দোয়া চেয়েছে।

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ

সড়ক দুর্ঘটনায় ৬ প্রাণহানি

সেকশন