Ajker Patrika
হোম > ছাপা সংস্করণ

ভাঙা সেতুতে দুর্ভোগ

নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি

ভাঙা সেতুতে দুর্ভোগ

ফরিদপুরের নগরকান্দা উপজেলার লস্করদিয়া ইউনিয়নের মাঝিকান্দা খালের ওপর প্রায় ৩০ বছরের পুরোনো সেতুটি ভেঙে গেছে। সরু ও ঝুঁকিপূর্ণ সেতুটি মাঝ বরাবর ভেঙে যাওয়ায় আশপাশের কয়েক গ্রামের মানুষের পারাপারে বিঘ্ন ঘটছে।

দেখা গেছে, সেতুটির মাঝের দিকের কয়েকটি ইস্পাতের পাত ভেঙে গেছে। ভাঙা ওই পাতগুলোকে কোনোরকম জোড়াতালি দেওয়া হয়েছে। সেতুটি যেকোনো সময় ভেঙে যেতে পারে। এই অবস্থায়ই সেতু দিয়ে মানুষসহ ছোট যানবাহন পার হচ্ছে। এমনকি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরাও এই ঝুঁকিপূর্ণ সেতু দিয়ে পার হয়।

স্থানীয়রা জানান, সেতুটির এক পাশে উপজেলার লস্করদিয়া ইউনিয়নের মাঝিকান্দা গ্রামসহ লস্করদিয়া, বিনোকদিয়া, সাভার ও বারখাদিয়া গ্রাম। সেতুর অন্য পাশে তালমা ইউনিয়নের শাকপালদিয়া কদমতলী, জয়পুর, মিয়ারগ্রাম, রসুলপুর ও চাপখণ্ড গ্রাম রয়েছে। দুই পাশেই রয়েছে বেশ কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠান ও বাজার। এসব গ্রাম, শিক্ষাপ্রতিষ্ঠান ও বাজারে যাতায়াতের জন্য এই সেতুই ভরসা।

দীর্ঘদিন ধরে সেতুটি জরাজীর্ণ অবস্থায় পড়ে থাকলেও মেরামতের কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে না। সেতুটি ভেঙে ফেলে এখানে একটি প্রশস্ত সেতু নির্মাণের দাবি এলাকাবাসীর।

স্থানীয় বাসিন্দা হাশেম আলী বলেন, সেতুটি মেরামত না করায় পুরো এলাকার যোগাযোগ বিঘ্নিত হচ্ছে। সেতুর অভাবে এলাকার কৃষকদের উৎপাদিত কৃষিপণ্য বিভিন্ন হাট-বাজারে নিতে অনেক পথ ঘুরে যেতে হয়। এতে কৃষকদের যাতায়াত খরচ বেড়েছে।

তালমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল হোসেন মিয়া বলেন, নগরকান্দার লস্করদিয়া ইউনিয়নবাসীর সঙ্গে তালমা ইউনিয়নবাসীর যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক করতে মাঝিকান্দা খালে একটি প্রশস্ত আরসিসি সেতু নির্মাণ করা খুবই জরুরি। এত দিনেও উন্নত পাকা সেতু নির্মাণ না হওয়াটা খুবই দুঃখজনক।

লস্করদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান বাবুল তালুকদার বলেন, লস্করদিয়ার মাঝিকান্দা খালের সরু সেতুটি ঝুঁকিপূর্ণ; চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। তবুও এখানে নতুন সেতু নির্মাণ করা হচ্ছে না। এলাকাবাসীর ভোগান্তির কথা বিবেচনা করে দ্রুত এখানে নতুন সেতু নির্মাণের দাবি জানান তিনি।

উপজেলা প্রকৌশলী মোশারফ হোসেন বলেন, লস্করদিয়া ইউনিয়নের মাঝিকান্দা খালে একটি প্রশস্ত আরসিসি সেতু নির্মাণের প্রস্তাব পাঠানো হয়েছে। যথাযথ প্রক্রিয়া শেষ করে নতুন সেতু নির্মাণের কাজ শুরু করা সম্ভব হবে বলে আশা করেন তিনি।

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ