ডমিনিকায় পরশু ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হারলেও ম্যাচটি বিশেষ হয়ে থাকবে সাকিব আল হাসানের কাছে। প্রথম ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টিতে ২০০০ রান ও ১০০ উইকেটের ‘ডাবলে’র কীর্তি গড়েছেন বাঁহাতি অলরাউন্ডার। টি-টোয়েন্টিতে সাকিবের কিছু অনন্য রেকর্ড থাকল এখানে—
• প্রথম ক্রিকেটার হিসেবে ২ হাজার রান ও ১০০ উইকেট
• দ্বিতীয় বাংলাদেশি হিসেবে ২ হাজার রান
• সবচেয়ে বেশি উইকেট (১২০টি)
• দ্রুততম ১০০ উইকেট শিকারিদের তালিকায় তৃতীয় (৮৪ ম্যাচ)
• এক মাঠে (মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে) সর্বাধিক রান করাদের মধ্যে তৃতীয় (৫২১ রান)
• এক মাঠে (মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে) সর্বোচ্চ ৩৮ উইকেট
• সবচেয়ে দীর্ঘ ক্যারিয়ারে তৃতীয় (১৫ বছর ২১৮ দিন)
• সবচেয়ে বেশি ৬ বার ইনিংসে চার উইকেট
• সবচেয়ে বেশি বোলিং করাদের মধ্যে দ্বিতীয় (২১৫১ বল)
• সবচেয়ে বেশি রান দেওয়াদের মধ্যে দ্বিতীয় (২৪০৪ রান)