হোম > ছাপা সংস্করণ

ফরিদগঞ্জে শিক্ষকের জমি দখলের চেষ্টা

ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় কামাল হোসেন নামের এক শিক্ষকের জমি দখল চেষ্টার অভিযোগ উঠেছে। এ ব্যাপারে ওই শিক্ষকের শ্বশুর বাদী হয়ে ফরিদগঞ্জ থানায় লিখিত অভিযোগ করেছেন।

সরেজমিনে জানা যায়, উপজেলার ২ নম্বর বালিথুবা পূর্ব ইউনিয়নের দেইচর গ্রামে ১৭ শতক জমি নিয়ে চান্দ্রা ইমাম আলী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক কামাল হোসেনের সঙ্গে একই বাড়ির আব্দুর রহমান মিয়াজীর বিরোধ চলে আসছিল। কামাল হোসেন অসুস্থতার জন্য ঢাকাতে অবস্থান করছিলেন। এই সুযোগে প্রতিপক্ষ আব্দুর রহমান মিয়াজী ওই জমি জবর দখল করে রাস্তা নির্মাণ করার প্রস্তুতি নিচ্ছেন। বিষয়টি জানতে পেরে কামাল হোসেনের শ্বশুর মফিজুল হক বাদী হয়ে ফরিদগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।

একই এলাকার বাসিন্দা মো. আবুল হোসেন (৬০), বিল্লাল হোসেন তপদার (৫০), নুরুল আমিন (৫৫)। তাঁরা জানান, দীর্ঘদিন যাবৎ এই জমিতে কামাল হোসেন মিয়াজীর ভোগ দখল করে রয়েছেন। সম্প্রতি আব্দুর রহমান মিয়াজী পেশি শক্তির জোরে এই জমি দখলের চেষ্টা করছেন। মুলত এই জমি কামাল হোসেনের পৈতৃক জমি। আব্দুর রহমান মিয়াজী একজন মামলাবাজ প্রকৃতির লোক। ইতিপূর্বে অনেকের নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছেন। তিনি স্থানীয় গণ্যমান্যসহ কোনো মানুষকে তোয়াক্কা করেন না।

তবে অভিযোগ অস্বীকার করে আব্দুর রহমান মিয়াজী বলেন, চাকরির সুবাদে বাংলাদেশের বিভিন্ন জেলায় বসবাস করায় তাঁর গ্রামের বাড়িতে আসা-যাওয়া ছিল না। বাড়িতে না থাকার সুবাদে প্রতিপক্ষরা সেই জমি দখল করে রেখেছেন। সম্প্রতি তিনি গ্রামের বাড়িতে এসে বসত-বাড়ি করেছেন। সেই বসত বাড়িতে আসা-যাওয়ার রাস্তা নেই। এ ছাড়া ওই জমিটি তাঁর পৈতৃক সম্পত্তি। তাই তিনি যেকোনো কিছুর বিনিময়েই সেই জমি দখল করে রাস্তা নির্মাণ করবেন।

ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহীদ হোসেন বলেন, ‘এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ

সড়ক দুর্ঘটনায় ৬ প্রাণহানি

সেকশন