নেত্রকোনা প্রতিনিধি
নেত্রকোনার খালিয়াজুরীতে আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে নতুন কমিটি ঘোষণার পর তা প্রত্যাখ্যান করে স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মীরা সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে জেলা ও কেন্দ্রীয় নেতারা অবরুদ্ধ হয়ে পড়েন।
পরে পরিস্থিতি শান্ত করতে নতুন কমিটি স্থগিত ঘোষণা করা হয়। পাশাপাশি আজকের (বৃহস্পতিবার) মোহনগঞ্জ ও কাল শুক্রবার বারহাট্টার সম্মেলনও স্থগিত করা হয়।
গতকাল বিকেলে খালিয়াজুরী সদরের কলেজ মাঠে সম্মেলন অনুষ্ঠিত হয়। পরে সন্ধ্যায় পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। এতে নতুন ঘোষিত কমিটির সাধারণ সম্পাদক সাদেকুর রহমান, স্থানীয় সাংবাদিক মৃনাল কান্তি দেবসহ অন্তত দশজন নেতা-কর্মী আহত হয়েছেন।
জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মো. মাজহারুল ইসলাম আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, জেলা আওয়ামী লীগের সঙ্গে কোনো পরামর্শ ছাড়াই নতুন কমিটির ওই দুজনের নাম ঘোষণা করেন কেন্দ্রীয় কমিটির নেতারা। কমিটিতে যে দুজনের নাম ঘোষণা করা হয়েছে তা উপস্থিত কাউন্সিলরদের জানাশোনার মধ্যে নাই। যাঁরা প্রার্থী ছিল তাঁদের মধ্যেও নাম ছিল না এ দুজনের। জেলা আওয়ামী লীগের সঙ্গে এ ব্যাপারে কোনো আলোচনা করা হয়নি। ফলে নাম ঘোষণার সঙ্গে সঙ্গেই সব নেতা–কর্মীরা সংঘর্ষে জড়ান।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় আওয়ামী লীগের নেতা–কর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, বুধবার দুপুরে খালিয়াজুরী উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন শুরু হয়। নেত্রকোনা জেলা আওয়ামী লীগ সভাপতি মতিউর রহমান খান এ সম্মেলনের উদ্বোধন করেন। সম্মেলনের প্রথম পর্বে হয় আলোচনা সভা। উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আতাউর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদের সঞ্চালনায় এ সভায় প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল।
দ্বিতীয় পর্বে অসীত সরকারকে সভাপতি ও সাদেকুর রহমানকে সাধারণ সম্পাদক করে কমিটি ঘোষণা করেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল। ঘোষণার পর পরই বিক্ষুব্ধ নেতা-কর্মীরা এ কমিটি মেনে না নিয়ে মিছিল শুরু করেন। এ সময় তাঁরা সম্মেলন মঞ্চ ভাঙচুর ও চেয়ার ছোড়াছুড়ি করেন। একপর্যায়ে ব্যাপক সংঘর্ষে শুরু হলে জেলা ও কেন্দ্রীয় নেতারা অবরুদ্ধ হয়ে পড়েন।