দোহার (ঢাকা) প্রতিনিধি
ঢাকার দোহারে পূর্বশত্রুতার জের ধরে নাসিম ভূইয়া (৪৫) নামে এক প্রবাসীকে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। গত শনিবার রাতে উপজেলার কার্তিকপুর বাজারের এ ঘটনা ঘটে।
নিহত নাসিম উপজেলার কার্তিকপুর এলাকার মৃত বশির উদ্দিনের ছেলে।
জানা যায়, শনিবার রাত সাড়ে সাতটার দিকে নাসিম ভূইয়া হেঁটে যাচ্ছিলেন। হঠাৎ দুর্বৃত্তরা তাঁকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। স্থানীয়রা তাঁকে দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে তাঁকে ঢাকা নিলে সেখানে তাঁর মৃত্যু হয়।