কানাইঘাটে জমি নিয়ে বিরোধের জেরে দিদারুল নামের এক শিশুকে পানিতে চুবিয়ে হত্যাচেষ্টার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় দিদারুলের বাবা শাহরিয়ার আহমদ একই বাড়ির তানভীরের নামে ইউএনওর কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।
দিদারুল ইসলাম চৌধুরী (১০) দর্পনগর পূর্ব গ্রামের বাসিন্দা ও লক্ষ্মীপ্রসাদ পূর্ব ইউনিয়ন পরিষদের সচিব নজমুল ইসলাম চৌধুরীর ছেলে। নজমুল ইসলাম চৌধুরী বলেন, তাঁর ছেলে শুক্রবার বাড়ির পুকুরে গোসল করতে যায়। একই সময় একই বাড়ির শাহরিয়ার আহমদ তানভীরও ওই পুকুরে গোসল করতে নামেন। এ সময় দিদারুলকে একা পেয়ে পূর্ব বিরোধের জেরে তাকে পানিতে ডুবিয়ে হত্যার চেষ্টা করেন তানভীর।
দিদারুল ইসলাম চৌধুরীর মা খাদিজা বেগম বলেন, ‘আমি ঘরে ছিলাম। দিদারুলের চিৎকার শুনে দৌড়ে গিয়ে পুকুর থেকে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য কানাইঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠাই।’
অভিযোগের বিষয়ে শাহরিয়ার আহমদ তানভীর মুঠোফোনে বলেন, ‘নজমুল ইসলামের সঙ্গে আমার জমি নিয়ে বিরোধ রয়েছে। তাঁরা পরিকল্পিতভাবে আমার বিরুদ্ধে দিদারুলকে দিয়ে এসব অভিযোগ সাজিয়েছে। বিষয়টি আপস মীমাংসার পথে রয়েছে।’
কানাইঘাট ইউএনও সুমন্ত ব্যানার্জি বলেন, ‘লক্ষ্মীপ্রসাদ পূর্ব ইউনিয়নের সচিব নজমুল ইসলাম তাঁর ছেলে দিদারুলকে প্রাণনাশের চেষ্টার একটি অভিযোগ করেছিলেন।’