পীরগাছায় অ্যাপের মাধ্যমে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের কাছ থেকে সরাসরি ধান কেনার জন্য লটারি অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ শামসুল আরেফীন নিজ কার্যালয়ে অ্যাপের মাধ্যমে এই লটারি করেন।
অ্যাপের মাধ্যমে আবেদন করা ১ হাজার ৮৮১ জন কৃষকের মধ্যে লটারিতে ৩৮২ জন কৃষক নির্বাচিত হন। প্রতিজন কৃষক ১ হাজার ৮০ টাকা দরে ৩ মেট্রিক টন করে মোট ১ হাজার ১৪৭ মেট্রিক টন ধান বিক্রির সুযোগ পাবেন।
উপজেলা খাদ্য বিভাগের আয়োজনে লটারি অনুষ্ঠানে কৃষকদের পাশাপাশি উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আরিফুল হক লিটন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি তছলিম উদ্দিন, উপজেলা খাদ্য কর্মকর্তা মোছা. সুফিয়া সুলতানা সরদার, উপজেলা খাদ্য গুদাম কর্মকর্তা মোছা. আকলিমা বেগম, উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা সেলোয়ারা বেগম প্রমুখ।