Ajker Patrika
হোম > ছাপা সংস্করণ

নির্দেশনা মানছেন না ডায়াগনস্টিক মালিকেরা

কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি

নির্দেশনা মানছেন না ডায়াগনস্টিক মালিকেরা

স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারগুলো সুপারভিশন ও মনিটরিং করতে নির্দেশনা প্রদান করা হয়। এতে ২৫ মে তারিখের নির্দেশনা মোতাবেক আগামী ৭২ ঘণ্টার মধ্যে এগুলো বন্ধ করতে বলা হয়। এতে নিবন্ধন নবায়ন করতে সময়সীমা দেওয়া থাকলেও আবেদন দ্রুতকরণ এবং নিবন্ধন না পাওয়া পর্যন্ত বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারগুলো বন্ধ রাখতে বলা হয়েছে।

লক্ষ্মীপুরের কমলনগরে অভিযান পরিচালনা করে কিছু ডায়াগনস্টিক সেন্টার সিলগালা করা হয়। সিলগালাকৃত সেন্টারগুলো পুনরায় চালু রাখার অভিযোগ ওঠে। 
তবে নিবন্ধন নবায়নে সময়সীমা নির্ধারণে ডায়াগনস্টিক সেন্টারগুলো চালু থাকতে পারে। এদিকে আবেদন দ্রুতকরণে ডায়াগনস্টিক সেন্টারগুলো সম্পূর্ণ বন্ধ থাকবে। সরেজমিনে দেখা যায় বিভিন্ন অজুহাতে অবৈধ সেন্টারগুলো তাদের কার্যক্রম পরিচালনা করে চলছে। তাদের কোনোভাবেই বন্ধ করা যাচ্ছে না।

জানা যায়, নিবন্ধন নবায়ন ছাড়া ল্যাব মালিকরা তাঁদের রমরমা বাণিজ্য পরিচালনা করছে। যাঁরা নিবন্ধনকরণে আবেদন করেছেন, তাঁরাও নিজস্ব ক্ষমতায় দাপট দেখিয়ে প্রতিষ্ঠান চালু রেখেছেন।

অভিযান পরিচালনা করে নিউ উপকূল ল্যাব অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, হাই-কেয়ার ল্যাব অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, ইসলামিয়া ল্যাব অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, মেঘনা মেডিকেল সেন্টার, লাইফ লাইন হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, মডার্ন হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, সিলগালা করা হয়। কিন্তু পরোক্ষভাবে সিলগালা তোয়াক্কা না করে ভিন্ন কায়দায় ডায়াগনস্টিক সেন্টার পরিচালনা করছে বলে অভিযোগ উঠে।

হাসপাতাল সূত্রে জানা যায়, উপজেলার হাজির হাটবাজারে বিসমিল্লাহ মেডিকেল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের বৈধ হালনাগাদ কাগজপত্র পাওয়া যায়। এ ছাড়া সব চালুকৃত ডায়াগনস্টিক সেন্টারের বৈধ কাগজপত্র পাওয়া যায়নি।

সূত্রে আরও জানা যায়, বৈধ কাগজপত্র ছাড়া উপকূল ল্যাব অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, দেশ মা মাটি ডায়াগনস্টিক সেন্টার, কমলনগর ডিজিটাল ল্যাব অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, ইনসাফ ডায়াগনস্টিক সেন্টার, পপুলার ল্যাব অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, মা ডিজিটাল ল্যাব অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, দেশ বাংলা মেডিকেল সেন্টার, মডার্ন মেডিকেল ডায়াগনস্টিক সেন্টার চলছে।

অন্যদিকে, শুধু আবেদনের পরিপ্রেক্ষিতে লাইফ লাইন হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, মডার্ন হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, ইসলামিয়া ল্যাব অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, নিউ উপকূল ল্যাব অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, হাই-কেয়ার ল্যাব অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, হাজির হাট ল্যাব অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, হায়াত মেডিকেল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, মেঘনা মেডিকেল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, চর বসু ল্যাব অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার তাদের ব্যবসা পরিচালনা করছে। 
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুজ্জামান বলেন, অভিযানে কাগজপত্র নেই এমন প্রতিষ্ঠান যাচাই করে বন্ধ ঘোষণা করা হচ্ছে। অভিযান চলমান থাকবে। এ ছাড়া নিবন্ধন নবায়নে কিছু সময়সীমা দেওয়া হয়েছে। আবেদনকৃত মালিকদের প্রতিষ্ঠান পুরোপুরি বন্ধ থাকবে। নিবন্ধন পাওয়া পর্যন্ত প্রতিষ্ঠান চালু করতে পারবে না মর্মে নির্দেশনা প্রদান করা হয়। 

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ