ময়মনসিংহের ত্রিশালে ট্রাকচাপায় মৃত মায়ের গর্ভ ফেটে জন্ম নেওয়া সেই শিশুর ভাইবোনকে স্কুলে ভর্তি করা হয়েছে। এর মধ্যে বোন জান্নাতুল ফেরদৌসীকে চতুর্থ শ্রেণি এবং ভাই এবাদল্লাহ এবাদতকে প্লে-শ্রেণিতে ভর্তি করা হয়।
গত শনিবার ত্রিশাল উপজেলার রায়মনি এলাকার আনোয়ারা কিন্ডার গার্ডেনে তাদের ভর্তি করা হয়েছে।
আনোয়ারা কিন্ডার গার্ডেনের প্রধান শিক্ষক গোলাপী বেগম বিষয়টি নিশ্চিত করেন।
এ সময় শিশু দুটির নতুন বই, খাতা ও কলম কিনে দিয়ে ভর্তি কার্যক্রমে উপস্থিত ছিলেন ময়মনসিংহ মহানগর ছাত্রদলের সভাপতি নাইমুল করিম লুইন। তাঁর সঙ্গে ছিলেন ছাত্রদল নেতা শরীফ উদ্দিন শিপন।
১৬ জুলাই ত্রিশালের কোর্ট ভবন এলাকায় রাস্তা পার হওয়ার সময় ট্রাকচাপায় প্রাণ হারান অন্তঃসত্ত্বা রত্না বেগম (৩২), তাঁর স্বামী জাহাঙ্গীর আলম (৪০) এবং তাঁদের ছয় বছরের মেয়ে সানজিদা।
এ সময় মালবাহী ট্রাকের একটি চাকা ওই অন্তঃসত্ত্বা নারীর বুকের ওপর দিয়ে চলে গেলে পেট ফেটে অলৌকিকভাবে জন্ম নেয় এক কন্যাসন্তান।