হোম > ছাপা সংস্করণ

নেটফ্লিক্সের খুফিয়ার ট্রেলারে এক ঝলক বাঁধন

বিনোদন প্রতিবেদক, ঢাকা

অনেক দিন ধরে ‘খুফিয়া’র অপেক্ষায় আছেন বাঁধন। বিশাল ভরদ্বাজ পরিচালিত এ সিনেমার হাত ধরে বলিউডে অভিষেক হবে বাঁধনের।অভিনেত্রীর উচ্ছ্বাসের তাই কমতি নেই। গতকাল খুফিয়ার ট্রেলার প্রকাশের পর উচ্ছ্বাস তাঁর আরও বেড়েছে। প্রায় আড়াই মিনিটের ট্রেলারে অল্প সময়ের জন্য দেখা মিলেছে বাঁধনের। টাবু, আলি ফজল, ওয়ামিকা গাব্বীর মতো বলিউডের অভিনয়শিল্পীদের মধ্যে নজর কেড়েছে বাঁধনের উপস্থিতি।

নেটফ্লিক্সের এ সিনেমায় সিক্রেট এজেন্টের চরিত্রে অভিনয় করেছেন টাবু। যাঁর নাম কৃষ্ণা মেহরা। একসময় আবিষ্কার হয়, এজেন্সির মধ্যে রয়েছে এক বিশ্বাসঘাতক। যে ভেতরের সব গোপন খবর পাচার করছে বাইরে। সবাই সন্দেহ করে সে আর কেউ নয়, রবি মোহন (আলি ফজলের চরিত্র)। রবির পুরো পরিবারের ওপর নজরদারি শুরু করে কৃষ্ণা ও তার দল। কিন্তু রবি মোহনের দাবি, সে বিশ্বাসঘাতক নয়, বরং দেশপ্রেমিক।

এই গল্পে বেশ গুরুত্বপূর্ণ অবদান রাখবেন বাঁধন। খুফিয়ার ট্রেলারে টাবুর সঙ্গে বেশ কয়েকবার দেখা গেছে বাঁধনকে। কখনো টাবুর সাহায্য নিয়ে তাঁর পিছু পিছু নিরাপদ আশ্রয়ের খোঁজে পালাচ্ছেন, কখনো টাবু তাঁকে সতর্ক করছেন ‘২৪ ঘণ্টার মধ্যে ঢাকায় ফিরে যাও’। এক দৃশ্যে টাবুর সামনে বসে আছেন বাঁধন। টাবুকে বলছেন, ‘আমি জানি আপনি কে, কৃষ্ণা মেহরা। কিন্তু আমাদের দুনিয়ায় শুধুই কে এম।’

টুকরো টুকরো এসব দৃশ্য থেকে ধারণা করা হচ্ছে, বাংলাদেশের কোনো সিক্রেট এজেন্ট চরিত্রে দেখা যাবে বাঁধনকে। নির্মাতা বিশাল ভরদ্বাজ জানিয়েছেন, আগামী ৫ অক্টোবর থেকে নেটফ্লিক্সে দেখা যাবে খুফিয়া।

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ

সড়ক দুর্ঘটনায় ৬ প্রাণহানি

সেকশন