হোম > ছাপা সংস্করণ

শ্রীদেবীর শাড়ি নিলামে

বিনোদন ডেস্ক

শ্রীদেবী কেবল প্রতিভাবান অভিনেত্রীই ছিলেন না, তাঁর ফ্যাশন সেন্সও ছিল অসাধারণ। এ কারণেই তাঁর চলে যাওয়ার পরেও বলিউডের সুন্দরীরা তাঁর ফ্যাশন দেখে অনুপ্রাণিত হন। শ্রীদেবীকে সব সময়ই অন্যতম ফ্যাশনেবল অভিনেত্রী হিসেবে বিবেচনা করা হতো। এমনকি বাজার চলতি ফ্যাশনেও ফিরে ফিরে আসে শ্রীদেবীর স্টাইল।

শ্রীদেবীর শাড়িপ্রীতির কথা নতুন করে  বলার নেই। এবার শ্রীদেবীর পরনের শাড়ি উঠল নিলামে।

পরিচালক গৌরী সিন্দের সিনেমা ‌‘ইংলিশ ভিংলিশ’-এ শ্রীদেবীর অভিনয় মন ছুঁয়েছিল সবার। সিনেমায় তাঁকে দেখা গেছে নানা রঙের শাড়িতে। সেই শাড়িগুলোই এবার নিলাম করলেন পরিচালক গৌরী। গৌরী বলেন, ‘আমার খুব ইচ্ছে ছিল শ্রীদেবীকে নিয়ে একটা ফ্যাশন শো করার, যে ফ্যাশন শোয়ে শ্রীদেবী শুধুই শাড়ি পরবেন। কিন্তু আমার সেই স্বপ্ন অধরাই রয়ে গেল। তাই শ্রীদেবীর পরা শাড়িগুলো নিলাম করে কিছুটা সেই স্বপ্নপূরণ হলো।’

১০ বছরে পা দিয়েছে শ্রীদেবী অভিনীত সিনেমা ‘ইংলিশ ভিংলিশ’। সেই উপলক্ষেই এই নিলাম অনুষ্ঠানের ব্যবস্থা করেছিলেন পরিচালক গৌরী। গৌরী জানিয়েছেন, নিলাম থেকে অর্জিত অর্থ তুলে দেওয়া হবে স্বেচ্ছাসেবী সংস্থার কাছে। গৌরীর এই উদ্যোগের প্রশংসা করেছে শ্রীদেবীর পরিবার।

২০১৮ সালের ২৪ ফেব্রুয়ারি মারা যান শ্রীদেবী। দুবাইয়ে সপরিবারে ঘনিষ্ঠ আত্মীয় মোহিত মারওয়ারের বিয়ের অনুষ্ঠানে গিয়েছিলেন। সেখানেই বিলাসবহুল হোটেলের বাথরুমে বাথটাবে মৃত্যু হয়েছিল শ্রীদেবীর। ফরেনসিক রিপোর্টে অন্তত এমন খবরই প্রকাশ পেয়েছে। তবে হিসাব মেলাতে পারেননি অনেকেই। দাবি করেছিলেন, ঠান্ডা মাথায় খুন করা হয়েছিল অভিনেত্রীকে। এই ঘটনার সঙ্গে হয়তো তাঁর স্বামী বনি কাপুরই জড়িত, এমনটাও সন্দেহ প্রকাশ করেছিলেন অনেকে। মামলা হয়। তখন থেকেই শ্রীদেবীর মৃত্যু ঘিরে তৈরি হয় ধোঁয়াশা। কিন্তু তদন্তে কোনো রকম গলদ না পেয়ে মামলা শেষ করে পুলিশ। এমনকি গত বছর মে মাসে ভারতের শীর্ষ আদালতও খারিজ করে দেন এই মামলা।

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ

সড়ক দুর্ঘটনায় ৬ প্রাণহানি

সেকশন