নগরীতে ১৫ বছর আগে পুলিশের এক সহকারী উপপরিদর্শককে (এএসআই) হত্যার দায়ে এক ছিনতাইকারীর যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন চট্টগ্রামের আদালত।
একই রায়ে অভিযোগ প্রমাণিত না হওয়ায় ৭ আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়েছে। গতকাল সোমবার চট্টগ্রামের চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ শরীফুল আলম ভূঁইয়া এ রায় ঘোষণা করেন। দণ্ডিত মো. জাকির হোসেনের (৩০) বাড়ি নোয়াখালীর হাতিয়া উপজেলায়।
আদালতের বেঞ্চ সহকারী মো. ওমর ফুয়াদ আজকের পত্রিকাকে বলেন, মামলার এজাহারে ও অভিযোগপত্রে দণ্ডিত জাকিরকে ছিনতাইকারী চক্র ও মলম পার্টির সদস্য হিসেবে উল্লেখ করা হয়েছে। তাঁকে দণ্ডবিধির ৩০২ ধারায় যাবজ্জীবন কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। এই রায়ে সাত আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাঁদের খালাস দেওয়া হয়েছে।
ওমর ফুয়াদ আরও বলেন, মামলার অভিযোগপত্রে মোট আটজন আসামি ছিলেন। এদের মধ্যে চারজন পলাতক। জাকিরসহ অন্যরা কারাগারে আছেন।