নিজস্ব প্রতিবেদক, ঢাকা
পথ মসৃণ না হলে সবকিছুই কঠিন হয়ে যায়। গ্রুপ পর্বে ভারতের কাছে হারে এগিয়ে চলার সেই পথই কঠিন হয়ে গেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের। এতটাই যে সুপার সিক্স পর্বের দুটো ম্যাচ জিতলেও সেটা সেমিফাইনালে যাওয়ার জন্য হয়তো যথেষ্ট হবে না!
এবারের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফরম্যাটটাই এমন—‘ক্যারি পয়েন্ট’ পাওয়ার কারণে সুপার সিক্স পর্ব শুরুর আগেই কোনো কোনো দল এগিয়ে থাকবে, কেউবা পিছিয়ে। প্রথম বা গ্রুপ পর্বের জয়-পরাজয়ের ভিত্তিতে ঠিক হয় সুপার সিক্সে উঠে আসা দলগুলোর ক্যারি পয়েন্ট। প্রথম পর্বে আয়ারল্যান্ড ও যুক্তরাষ্ট্রকে হারিয়েছিল বাংলাদেশ। বাংলাদেশের কাছে হারা দল হিসেবে শুধু আয়ারল্যান্ডই সুপার সিক্সে ওঠায় বাংলাদেশের ক্যারি পয়েন্ট ২।
প্রথম পর্বে ভারতের কাছে হারা বাংলাদেশ ও আয়ারল্যান্ড সুপার সিক্সে ওঠার ভারতের ক্যারি পয়েন্ট আবার ৪। দুই দল একই গ্রুপে পড়ায় বাংলাদেশের চেয়ে দ্বিগুণ এগিয়ে থেকে সুপার সিক্স শুরু করবে ভারত। সুপার সিক্সের বাংলাদেশের ১ নম্বর গ্রুপে শুধু ভারতই নয়, পাকিস্তানেরও ক্যারি পয়েন্ট ৪। সব দলই দুটো করে ম্যাচ খেলবে। সুপার সিক্সের দুই গ্রুপের সেরা দুটি করে দল খেলবে সেমিফাইনাল।
ফরম্যাটের এই ভিন্নতা সুপার সিক্স পর্ব শুরুর আগে পিছিয়ে রাখছে বাংলাদেশকে। এই পর্বে নেপালের বিপক্ষে ম্যাচ আজ। গতকাল বাংলাদেশ দলের অধিনায়ক মাহফুজুর রহমান রাব্বি স্বীকার করে নিলেন, পিছিয়ে থেকেই শুরু করতে হচ্ছে তাঁদের। বিসিবির পাঠানো এক ভিডিও বার্তায় রাব্বি বললেন, ‘এই ফরম্যাট আসলে একটু জটিল। আমরা তাই ব্যাকফুটে থেকে শুরু করেছি। আসলে আমরা এসব নিয়ে চিন্তা করছি না।’
চিন্তা একটাই—এই পর্বের ম্যাচ দুটি জেতা। যুব দলের অধিনায়ক বলে গেলেন, ‘নিজেদের স্বাভাবিক খেলাটাই খেলতে চাই আমরা। এই দুটো ম্যাচ আমাদের জিততে হবে। শেষে গিয়ে দেখব কী হয়।’