ওয়েব সিরিজে অভিনয় করছেন শুভশ্রী গাঙ্গুলি। ওটিটি প্ল্যাটফর্ম হইচইয়ের জন্য তৈরি হচ্ছে ‘ইন্দুবালা ভাতের হোটেল’ নামের নতুন একটি সিরিজ। সেখানেই মূল চরিত্রে অভিনয় করছেন টালিউডের বহু ব্যবসাসফল সিনেমার এই নায়িকা। শুভশ্রী বলেন, ‘এত ভালো একটা গল্প আর এত সুন্দর একটা চরিত্র! তাই অভিনয়ের লোভটা সামলাতে পারিনি। আমি কেন, কোনো অভিনেত্রীই না করতে পারতেন না এই চরিত্র। আর দেবালয় খুব ভালো পরিচালক। ওর সঙ্গে কাজ করার ইচ্ছে তৈরি হয়েছে অনেক দিন আগেই। এত বছর পর প্রযোজনা প্রতিষ্ঠান এসভিএফের সঙ্গে কাজ, সেটাও আনন্দের। আসলে সবকিছু না মিললে এত তাড়াতাড়ি ওয়েবে কাজ করতাম না।’
কল্লোল লাহিড়ীর জনপ্রিয় উপন্যাস ইন্দুবালা ভাতের হোটেল থেকেই হচ্ছে এই সিরিজ। পরিচালনায় দেবালয় ভট্টাচার্য। ভারত-বাংলাদেশ মিলিয়ে হবে শুটিং। ইন্দুবালার চরিত্রে অভিনয় করবেন শুভশ্রী। যার বেড়ে ওঠা বাংলাদেশের খুলনার কপোতাক্ষ নদের তীরে। বিয়ে হয় কলকাতার এক বনেদি পরিবারে। অল্প বয়সেই বিধবা হয় ইন্দু। একে একে সিরিজে আসবে এই বিধবা নারীর নিজের রান্নার পারদর্শিতা দিয়ে স্বাবলম্বী হয়ে ওঠার গল্প, কপোতাক্ষের তীরে কাটানো তাঁর শৈশব-যৌবন, বাংলার রন্ধনশিল্প। থাকবে সাতচল্লিশের দেশভাগ, বায়ান্নর ভাষা আন্দোলন, একাত্তরের মুক্তিযুদ্ধের কথা, একজন বাঙালি মেয়ের দেশের প্রতি, পরিবারের প্রতি অগাধ ভালোবাসা আর ত্যাগ স্বীকারের কথা।
সিরিজে বিভিন্ন বয়সের ইন্দুবালাকে দেখা যাবে। দেশভাগ, উত্তাল সময় ঘুরেফিরে আসবে এই কাহিনিতে। শুভশ্রী ছাড়া অভিনয় করেছেন সুহোত্র মুখোপাধ্যায়, অঙ্গনা, মিঠু চক্রবর্তী প্রমুখ। পরিচালক দেবালয় বলেন, ‘একটা শহরকে কেন্দ্র করে এক নারীর জীবনজয়ের গল্প। ইন্দুবালা ভাতের হোটেলজুড়ে থাকবে নানা মানুষ, খাবারের পদ আর বাঙালির চিরন্তন দেশে ফেরা, ঘরে ফেরার মন কেমনের গল্প।’