হোম > ছাপা সংস্করণ

কোটি টাকার সোলার প্যানেল চার বছর ধরে অকেজো

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি

নেত্রকোনার পূর্বধলা উপজেলা পরিষদ কমপ্লেক্সের ছাদে স্থাপন করা হয় প্রায় কোটি টাকা মূল্যের সোলার প্যানেল (সৌর বিদ্যুৎ)। গত চার বছর ধরে অকেজো হয়ে পড়ে আছে প্যানেলটি। দীর্ঘ দিন ধরে অব্যবহৃত অবস্থায় পড়ে থেকে নষ্ট হচ্ছে যন্ত্রপাতি।

উপজেলা প্রশাসন বলছে, সোলার প্যানেলটি বর্তমানে একেবারে বিকল হয়ে পড়েছে। এটি স্থানীয়ভাবে মেরামত করাও অসম্ভব। মেরামত ও সচল করার লক্ষ্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে ইতিমধ্যে লিখিত ভাবে জানানো হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সুবিধা ও নবায়নযোগ্য বিদ্যুৎ ব্যবহারের লক্ষ্যে জলবায়ু পরিবর্তন ট্রাস্টের আওতায় ২০১৩ সালে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড পূর্বধলা উপজেলা পরিষদ কমপ্লেক্সের ছাদজুড়ে ১০০টি প্যানেল স্থাপন করে। বসানো হয় ব্যাটারি ও আইপিএসসহ বিভিন্ন যন্ত্রপাতি।

এতে ব্যয় হয় প্রায় ৮৩ লাখ ৫০ হাজার টাকা। এটি দিয়ে উপজেলা পরিষদ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ উপজেলা সদরের অধিকাংশ দপ্তর বিদ্যুৎ সুবিধা পেত। কিন্তু কয়েক বছরের মাথা আস্তে আস্তে যন্ত্রাংশ নষ্ট হতে থাকে। প্রায় চার বছর আগে সোলার প্যানেলটি পুরোপুরি বিকল ও ব্যবহার অনুপযোগী হয়ে পড়ে। বর্তমানে এটি দিয়ে একটি বাতিও জ্বলছে না।

গত ৪ বছর ধরে নষ্ট হয়ে পড়ে থাকা সোলার, ব্যাটারি, আইপিএসসহ অন্যান্য যন্ত্রাংশ মেরামতের বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করলেও কোনো উদ্যোগ নেওয়া হয়নি।

পূর্বধলা উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জাহিদ হাসান প্রিন্স বলেন, সোলার প্যানেলটি বর্তমানে একেবারে বিকল হয়ে পড়েছে। এটি স্থানীয়ভাবে মেরামত করাও অসম্ভব।

হাসপাতালসহ উপজেলা সদরের সরকারি দপ্তরগুলোয় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সুবিধার ক্ষেত্রে সোলার সিস্টেমটি খুবই সহায়ক হতে পারে। তা ছাড়া এটি সচল হলে অনেক বিদ্যুৎ সাশ্রয় হবে। মেরামত ও সচল করার লক্ষ্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ

সড়ক দুর্ঘটনায় ৬ প্রাণহানি

সেকশন