পঞ্চগড় থেকে কক্সবাজার অভিমুখে যাত্রা করা বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সাইক্লিং দলের সদস্যরা রংপুরে যাত্রাবিরতি করেছেন।
মুজিববর্ষ ও মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে সাইক্লিং দলের এই যাত্রা চলছে।
দলটি গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে মাহিগঞ্জ আনসার ভিডিপি প্রশিক্ষণকেন্দ্রে এসে পৌঁছায়। এ সময় সদস্যদের সংবর্ধনা জানান বাহিনীর রংপুর রেঞ্জের পরিচালক মো. আব্দুস সামাদ।
এর আগে দলটি গত বুধবার সকালে পঞ্চগড় থেকে যাত্রা শুরু করে। দিনাজপুর ঘুরে তাঁরা রংপুরে যাত্রাবিরতি করেন।
আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর এ সাইক্লিং যাত্রা আগামী ১২ ডিসেম্বর কক্সবাজারে গিয়ে শেষ হবে।