বিনোদন ডেস্ক
অনিল কাপুর ও মাধুরী দীক্ষিত একসঙ্গে অনেক সুপারহিট সিনেমা উপহার দিয়েছেন। একসময় তো রটে গিয়েছিল, মাধুরীর প্রেমে হাবুডুবু খাচ্ছেন অনিল। অন্যদিকে অনিলের জন্য়ও নাকি মাধুরীর অনুভূতি ছিল বিস্তর। কিন্তু সেসব গুঞ্জন রটনা হয়েই থেকে গেল। প্রেম থাকল কেবল রূপালি পর্দায়।
মাধুরী ও অনিলের তেমন এক পর্দার প্রেমের গল্প ফের তৈরি হতে চলেছে বলিউডে। প্রায় ৩২ বছর পর পর্দায় ফিরছে বক্স অফিসে সাড়া জাগানো সিনেমা ‘জামাই রাজা’। মাধুরী, অনিল ও হেমা মালিনী অভিনীত এ সিনেমার রিমেকের খবর হইচই ফেলে দিয়েছে বলিউডে।
‘জামাই রাজা’ সিনেমার রিমেকের জন্য ইন্ডিয়ান মিডিয়ার সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে আরেক প্রযোজনা সংস্থা শেমারু এন্টারটেইনমেন্ট। ১৯৮৯ সালে মুক্তি পায় তেলুগু সিনেমা ‘আট্টাকু ইয়ামাদু আম্মায়িকি মোগুদু’। এ সিনেমার গল্প নিয়ে একই নির্মাতা হিন্দিতে তৈরি করেন ‘জামাই রাজা। তেলুগুর মতো বলিউডের বক্স অফিসেও সিনেমাটি পায় তুমুল সাফল্য। তবে ৩২ বছর আগের গল্প এখন এসে সাড়া জাগাতে পারে কি না, তা-ই এখন দেখার বিষয়।