Ajker Patrika
হোম > ছাপা সংস্করণ

পেঁয়াজের দাম আবার বাড়ল

হিলি স্থলবন্দর (দিনাজপুর) প্রতিনিধি

পেঁয়াজের দাম আবার বাড়ল

দিনাজপুরের হিলিতে মাত্র একদিনের ব্যবধানে পাইকারিতে পেঁয়াজের দাম বেড়েছে কেজিতে ৫ থেকে ৬ টাকা। কিছুদিন আগেও বন্দরে প্রতি কেজি পেঁয়াজ প্রকারভেদে ২৩ থেকে ২৫ টাকায় বিক্রি হলেও বর্তমানে তা বেড়ে ২৮ থেকে ৩০ টাকায় বিক্রি হচ্ছে। এদিকে আবারও পেঁয়াজের দাম বাড়ায় বিপাকে পড়েছেন বন্দরে আসা পাইকারসহ নিম্ন আয়ের মানুষ।

পেঁয়াজ কিনতে আসা আইয়ুব আলী বলেন, ‘হিলি স্থলবন্দর থেকে পেঁয়াজ কিনে দেশের বিভিন্ন মোকামে সরবরাহ করি। কিন্তু গত সপ্তাহের শেষ দিনে পেঁয়াজের দাম কেজিপ্রতি ৫ থেকে ৬ টাকা করে বেড়েছে। বাজারে দেশীয় পাতা পেঁয়াজ ওঠায় মোকামগুলোতে পেঁয়াজের চাহিদা কমেছে। এ ছাড়া পেঁয়াজের দাম বাড়ায় এখন কী দামে বন্দর থেকে পেঁয়াজ কিনব আর কীভাবে বিক্রি করব তা নিয়ে চিন্তায় পড়েছি।’

স্থলবন্দরের পেঁয়াজ ব্যবসায়ী স্বপন মুন্সি বলেন, ভারতে নতুন পেঁয়াজ উঠতে শুরু করলেও সম্প্রতি বৃষ্টি হওয়ায় নতুন পেঁয়াজ সেভাবে বাজারে আসছে না। যার কারণে সরবরাহ কমায় সেদেশের বাজারেই পুরোনো পেঁয়াজের দাম একটু বেড়েছে। তাই দেশের বাজারে পেঁয়াজের দাম কিছুটা বেড়েছে।’

এ ছাড়া শুক্রবার সাপ্তাহিক ছুটির কারণে বন্দর দিয়ে আমদানি রপ্তানি বন্ধ। সেই হিসেবে সপ্তাহের শেষ দিন বৃহস্পতিবার মোকামগুলোতে পেঁয়াজের বাড়তি চাহিদা তৈরি হওয়ায় প্রতিযোগিতা করে অনেকেই পেঁয়াজ কিনেছেন, সে কারণেও দামের ওপর প্রভাব পড়েছে। আগামী এক সপ্তাহ পেঁয়াজের এমন বাজার থাকতে পারে বলেও তিনি জানিয়েছেন। তবে নতুন পেঁয়াজ পর্যাপ্ত পরিমাণে আসা শুরু করলে আবারও দাম কমে আসবে বলে জানান তিনি।

হিলি স্থলবন্দরের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন বলেন, হিলি স্থলবন্দর দিয়ে পেঁয়াজের আমদানি অব্যাহত থাকলেও আগের তুলনায় আমদানি কিছুটা কমেছে।

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ