প্রায় আড়াই বছর ধরে বন্ধ কালীগঞ্জের বাহাদুরসাদী ইউনিয়নের খলাপাড়ার ন্যাশনাল জুট মিলে ডাকাতির ঘটনা ঘটেছে। নৈশ প্রহরীদের মারধর করে বেঁধে রেখে ২০-২৫ জনের একটি দল ২৫ লাখ টাকার জিনিসপত্র নিয়ে গেছে বলে অভিযোগ ওই মিলের তত্ত্বাবধায়ক।
এক সময় দাপটের উৎপাদন করে থাকলেও বর্তমানে জুট মিলটিতে একজন তত্ত্বাবধায়ক, ৮ জন নিরাপত্তা কর্মী ও একজন ইলেকট্রিশিয়ান ছাড়া আর কেউই নেই। গতকাল বুধবার ন্যাশনাল জুট মিলের তত্ত্বাবধায়ক মো. নজরুল ইসলাম মল্লিক জানান, সোমবার রাত ২টার দিকে মুখোশ পরা ২০-২৫ জন দুর্বৃত্ত দেয়াল টপকে মিলে প্রবেশ করে। এ সময় মিলে কর্তব্যরত নৈশ প্রহরী ফরিদ, দেলোয়ার, ইব্রাহীম, নজরুল ও ইলেকট্রিশিয়ান মোতালেবকে হাত-পা-মুখ বেঁধে ফেলে। পরে মিলের ভেতরে সংরক্ষিত ইলেকট্রিক কেবল, ববিন ক্যারিয়া ও পুরোনো লোহা-লস্কর নিয়ে যায়। ঘটনার বাধা দেওয়ায় দুই নৈশ প্রহরী ফরিদ ও দেলোয়ারকে মারধরও করে তারা।
কালীগঞ্জ থানার ওসি মো. আনিসুর রহমান জানান, তদন্ত শেষে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।