বিনোদন প্রতিবেদক, ঢাকা
আশফাক নিপুনের ‘কষ্টনীড়’ ওয়েব ফিল্ম দিয়ে ওটিটিতে অভিষেক হয় সাবিলার। এরপর শুধু ‘সুগার ফ্রি’ নামের একটি স্বল্পদৈর্ঘ্যে দেখা গেছে তাঁকে। তবে টিভি পর্দায় ছিলেন নিয়মিত। সম্প্রতি ওটিটিতে মনোযোগ বাড়িয়েছেন সাবিলা। এরই মাঝে কাজ শেষ করলেন ‘মারকিউলিস’ নামের একটি ওয়েব সিরিজের। সত্য ঘটনা অবলম্বনে সিরিজটি বানিয়েছেন আবু শাহেদ ইমন। আট পর্বের এ ওয়েব সিরিজটির জন্য বেশ শ্রম দিয়েছেন সাবিলা।
এ প্রসঙ্গে সাবিলা বলেন, ‘মারকিউলিসের শুটিং শুরু করেছি ডিসেম্বরে। তবে প্রস্তুতি নিতে হয়েছে অক্টোবর থেকে। আমার চরিত্রের নাম জয়িতা। একেবারেই ভিন্ন এক লুকে ক্যামেরার সামনে দাঁড়িয়েছি আমি। চরিত্রটিকে ফুটিয়ে তুলতে টানা দুই মাস রিহার্সেল করেছি। এরপর শুটিং করেছি। শুধু আমি নই, ইউনিটের সবাই অনেক কষ্ট করেছেন। দর্শকের ভালো লাগলেই আমাদের এই পরিশ্রম সার্থক হবে। সিরিজটি দেখার জন্য এবং দর্শক প্রতিক্রিয়ার জন্য আমি নিজেও অধীর অপেক্ষায় আছি।’
এ ওয়েব সিরিজে আরও অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, রওনক হাসান, আফিয়া তাবাসসুম বর্ণসহ আরও অনেকে।
ইচ্ছা থাকলেও মারকিউলিসের জন্য ভালোবাসা দিবসের কোনো নাটকে কাজ করতে পারেননি সাবিলা। এ নিয়ে কিছুটা মন খারাপ তাঁর। তিনি বলেন, ‘ক্যারিয়ারের শুরু থেকেই ভালোবাসা দিবসের নাটকে কাজ করেছি। এবার পরলাম না। আসলে মারকিউলিস আমার প্রথম ওয়েব সিরিজ। আমিও চাইছিলাম বড় পরিসরের এই কাজটাতে যেন কোনো কমতি না থাকে। তাই সব মনোযোগ ছিল মারকিউলিসকে ঘিরে। তবে প্রতিবছর ভালোবাসা দিবসের নাটক দেখার পর দর্শক যে ভালোবাসা জানাত, সেটি খুব মিস করেছি। আশা করছি ঈদে সেটা পুষিয়ে নিতে পারব।’
ইতিমধ্যে ঈদের জন্য কয়েকটি নাটকের কাজ শেষ করেছেন সাবিলা। এখন কিছুদিনের বিশ্রামে আছেন। আগামী মাসে একটি ওয়েব সিনেমার কাজ সেরে নেমে পড়বেন ঈদের নাটকের শুটিংয়ে।