হোম > ছাপা সংস্করণ

গাদাগাদি, সংক্রমণের শঙ্কা

কুমিল্লা প্রতিনিধি

এক দিনে করোনাভাইরাসের টিকার এক কোটি ডোজ দেওয়ার বিশেষ ক্যাম্পেইনে জেলার ৭০১টি কেন্দ্রে মানুষের উপচে পড়া ভিড় ছিল। টিকাপ্রত্যাশীদের গাদাগাদি করে লাইনে দাঁড়িয়ে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হয়েছে। এ সময় বিভিন্ন কেন্দ্রে নিজেরাই ধাক্কাধাক্কি করে হট্টগোলে জড়িয়েছেন। এ ছাড়া তাঁদের মধ্যে শারীরিক দূরত্বসহ স্বাস্থ্যবিধি মানতেও ছিল অনীহা। এ অবস্থায় টিকা নিতে এসে সচেতন কারও মধ্যে উল্টো সংক্রমণের ভয়ও ছিল।

গতকাল শনিবার দেশব্যাপী বিশেষ টিকাদান ক্যাম্পেইনে প্রথম ডোজ দেওয়া হয়েছে। জেলার তিন লাখ মানুষকে টিকার আওতায় আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করে এই কর্মসূচি বাস্তবায়ন করেছে জেলা স্বাস্থ্য বিভাগ ও কুমিল্লা সিটি করপোরেশন। নগরীর বিভিন্ন বাজার ও বাসস্ট্যান্ডে ১৭টি অস্থায়ী কেন্দ্রে টিকা দেওয়া হয়েছে।

জেলার স্বাস্থ্য প্রশাসন সূত্রে জানা গেছে, এদিন জেলায় ৭০১টি কেন্দ্রে টিকা দেওয়া হয়েছে। শিশুদের জন্য দেওয়া হয়েছে ফাইজার এবং প্রাপ্তবয়স্কদের এক ডোজের জনসনের টিকা দেওয়া হয়েছে।

নগরীতে দিনব্যাপী এই টিকাদান কার্যক্রম পরিচালনার জন্য ছিল ১৭টি অস্থায়ী টিকাকেন্দ্র। এ ছাড়া বিভিন্ন উপজেলায় ইউনিয়নের ওয়ার্ড পর্যায়ে টিকা দেওয়া হয়েছে।

গতকাল পূর্বঘোষিত বিশেষ ক্যাম্পেইনের মাধ্যমে টিকা দেওয়া হলেও ২৩ ও ২৪ ফেব্রুয়ারি কুমিল্লার বিভিন্ন ওয়ার্ডে অঘোষিতভাবে গণটিকাদান কার্যক্রম চালু রেখেছিল সিটি করপোরেশন। এ ছাড়া মডার্ন স্কুলকেন্দ্রে বাদ পড়ে যাওয়া শিশুদের জন্য টিকাদান কর্মসূচি চালু রাখা হয়।

সরেজমিন দেখা গেছে, করোনা টিকার প্রথম ডোজ আর দেওয়া হবে না, এই খবরে কেন্দ্রগুলোতে ভিড় করেছেন বাসিন্দারা। ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে অপেক্ষা করতে হয়েছে তাঁদের। তবে ভোগান্তি হলেও টিকা পেয়েছেন লাইনে থাকা সবাই।

এ ছাড়া বিভিন্ন স্থানে টিকা নিতে গিয়ে ধাক্কাধাক্কি ও হাতাহাতির ঘটনাও ঘটেছে বলে খবর পাওয়া গেছে। গণটিকা সফল করতে কুমিল্লা জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা টিকাকেন্দ্রে নিয়োজিত ছিলেন।

দেবিদ্বার উপজেলা পরিষদ মিলনায়তনে কেন্দ্রে টিকা নিতে আসা সাইফুল ইসলাম বলেন, ‘প্রথম ডোজের টিকাগ্রহণের শেষ দিন। তাই টিকা নিতে এসেছি। সকালে এলেও দীর্ঘ লাইনের পেছনে পড়েছি। ৫ ঘণ্টা অপেক্ষা করে টিকা নিয়েছি।’

টিকা নিতে আসা নগরীর ২২ নম্বর ওয়ার্ডের লক্ষ্মীপুর এলাকার বাসিন্দা পারভীন আক্তার কলি বলেন, ‘কুমিল্লা সিটি করপোরেশন কেন্দ্রে টিকা নিতে এসেছিলাম। মানুষের উপচে পড়া ভিড়, ধাক্কাধাক্কি ও হট্টগোলে বিব্রত অবস্থায় পড়েছি।’

কুমিল্লার ডেপুটি সিভিল সার্জন নিসর্গ মেরাজ চৌধুরী বলেন, ‘আজ (গতকাল) প্রথম ডোজ টিকাদানের শেষ দিন ছিল। প্রতিটি কেন্দ্রে মানুষের উপস্থিতি ছিল অনেক বেশি। যাঁরা কেন্দ্রে ছিলেন, তাঁদের সবাইকে টিকা দেওয়া হয়েছে। বিকেল পর্যন্ত সময় থাকলেও সন্ধ্যা অবধি টিকা দেওয়া হয়েছে। আমরা আশা করছি, আমাদের তিন লাখ টিকার লক্ষ্যমাত্রা পূরণ হবে। যাঁরা ভ্রাম্যমাণ পেশাজীবী মানুষ, তাঁরা দুই ডোজের টিকা নিয়ে যেন কোনো ঝামেলা পোহাতে না হয়, সে জন্য তাঁদের জন্য জনসনের এক ডোজের টিকা দেওয়া হয়েছে।’

কুমিল্লার সিভিল সার্জন মীর মোবারক হোসাইন বলেন, ‘আমাদের লক্ষ্যমাত্রা অনুযায়ী তিন লাখ টিকাদান সম্পূর্ণ হলে জেলার ৭০ শতাংশ মানুষ টিকার আওতায় আসবে। এ পর্যন্ত কুমিল্লা জেলায় ৬৪ শতাংশ মানুষকে করোনা টিকার এক ডোজের আওতায় আনা সম্ভব হয়েছে।’

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ

সড়ক দুর্ঘটনায় ৬ প্রাণহানি

সেকশন