Ajker Patrika
হোম > ছাপা সংস্করণ

বাজারে কম দামের মুড়িকাটা পেঁয়াজ

হিলি (দিনাজপুর) প্রতিনিধি

বাজারে কম দামের  মুড়িকাটা পেঁয়াজ

দিনাজপুরের হিলির কাঁচা বাজারগুলোতে উঠতে শুরু করেছে দেশীয় নতুন মুড়িকাটা জাতের পেঁয়াজ। প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে ২৮ থেকে ৩০ টাকা কেজি দরে। এদিকে, দাম তুলনামূলক কম হওয়ায় ক্রেতারা ভারতীয় পেঁয়াজের পরিবর্তে মুড়িকাটা পেঁয়াজ কিনতেই স্বাচ্ছন্দ্য বোধ করছেন।

পেঁয়াজ কিনতে আসা রবিউল ইসলাম নামের একজন বলেন, ‘ভারতীয় পেঁয়াজের তুলনায় দেশীয় পেঁয়াজের স্বাদ বেশ ভালো, এ ছাড়া পরিমাণে কম লাগে। কিন্তু দেশীয় পেঁয়াজের দাম বেশির কারণে কিছুদিন আগেও ভারতীয় পেঁয়াজ কিনতাম। এখন বাজারে দেশীয় নতুন মুড়িকাটা পেঁয়াজ উঠেছে। ২৮-৩০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।’

কাচা তরকারি বিক্রেতা সুমন মণ্ডল বলেন, ‘কয়েক দিন আগে থেকেই বাজারে দেশীয় নতুন জাতের পেঁয়াজ উঠতে শুরু করেছে। দাম কম হওয়ার কারণে ক্রেতারা দেশীয় পুরোনো পেঁয়াজ ও ভারতীয় পেঁয়াজ কেনা কমিয়ে দিয়েছে। প্রতি কেজি পেঁয়াজ ২৮ থেকে ৩০ টাকা কেজি দরে বিক্রি করা হচ্ছে। পুরোনো দেশীয় পেঁয়াজের দাম বেশি হওয়ায় তুলনামূলক কম দামে মানুষ দেশীয় নতুন মুড়িকাটা পেঁয়াজ কিনছেন।’

বাজারের ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা গেছে, বর্তমানে ভারতীয় ভালো মানের পেঁয়াজ ৩০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। কিছুটা খারাপ মানের পেঁয়াজ বিক্রি হচ্ছে ২৬-২৭ টাকায়। দেশীয় পুরোনো পেঁয়াজ ৪৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ