বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের গাজীপুর জেলা শাখার কমিটি গঠন করা হয়েছে। ৭১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করেছে দলটি। বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি আফরোজা আব্বাস ও সাধারণ সম্পাদক সুলতানা আহাম্মেদের স্বাক্ষরিত কমিটি গতকাল রোববার প্রকাশ করা হয়।
গাজীপুর জেলা মহিলা দলের সভাপতি হয়েছেন জান্নাতুল ফেরদৌসি। সহসভাপতি হয়েছেন ৮ জন। তাঁরা হলেন রহিমা বেগম, হামিদা পারভীন শৈলী, হোসনেয়ারা, পারভীন সুলতানা, খোরশেদা আশরাফি, লুৎফুন নাহার, মনিরা ও সুমনা আফরোজ। সাধারণ সম্পাদক হয়েছেন গোল নাহার বেগম। যুগ্ম সাধারণ সম্পাদক শাহনাজ আক্তার চামেলী, সহসাধারণ সম্পাদক শারমিন সুলতানা ও শাহনাজ।
কমিটির বাকি সদস্যরা হচ্ছেন-সাংগঠনিক সম্পাদক ইরানি সরকার, সহ সাংগঠনিক সম্পাদক নাজনীন নাহার ও লতিফা ইয়াসমিন করুণা, দপ্তর সম্পাদক সাবিনা খান, সহ দপ্তর সম্পাদক ফরিদা ইয়াসমিন, কোষাধ্যক্ষ মাকসুদা মনি, প্রচার সম্পাদক নাসিমা বেগম, আইন বিষয়ক সম্পাদক পারভিন আক্তার, সহ আইন বিষয়ক সম্পাদক হাসনা হেনা, ধর্ম বিষয়ক সম্পাদক ফিরোজা বেগম, শ্রমবিষয়ক সম্পাদক নাজমা বেগম, সমবায় বিষয়ক সম্পাদক রাজিয়া সুলতানা, সাহিত্য বিষয়ক সম্পাদক খালেদা আক্তার প্রমুখ।