জিয়াউর রহমান ছাত্রসমাজকে ধ্বংস করেন। তিনি বনভোজনের নামে ছাত্রদের হাতে মদের বোতল তুলে দিয়েছিলেন। বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে তাঁর প্রশ্রয়ে ছাত্ররা সন্ত্রাসী কর্মকাণ্ড করেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. আবদুস সোবাহান গোলাপ। গত শুক্রবার সন্ধ্যায় সাতটায় মাদারীপুরের কালকিনি উপজেলায় কবি নজরুল ইসলাম ডিগ্রি কলেজ আয়োজিত জনসভায় তিনি এমন মন্তব্য করেন। উপজেলার সাহেবরামপুর ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত মুজিব শতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদ্যাপন উপলক্ষে এ জনসভার আয়োজন করা হয়।
এ সময় তিনি আরও বলেন, ‘জিয়াউর রহমান বঙ্গবন্ধুর খুনি। এটার প্রমাণ পেয়েছি। তেমনি বিএনপি-জামায়াত বিভিন্ন কার্যক্রমে সেটা প্রমাণ করেছে। পাকিস্তানের বিরোধী দল হিসেবে আওয়ামী লীগের প্রতিষ্ঠা হয়েছিল।’
জনসভায় সাহেবরামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কামরুল আহসান সেলিমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কালকিনি উপজেলা চেয়ারম্যান মীর গোলাম ফারুক, কালকিনি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তৌফিকুজ্জামান শাহীন, মেয়র এস এম হানিফ, পৌর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আবুল বাশার, সহসভাপতি আবুল কালাম আজাদ, যুবলীগ সভাপতি মনিরুজ্জামান প্রমুখ।