নোয়াখালীর সেনবাগ পৌর মেয়র, সাধারণ ও সংরক্ষিত আসনের নারী কাউন্সিলরদের শপথগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার দুপুরে চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয়ে শপথ পাঠ করান চট্টগ্রামের বিভাগীয় কমিশনার কামরুল হাসান।
এ সময় উপস্থিত ছিলেন সেনবাগের পৌর মেয়র আবু নাছের ভিপি দুলাল, সংরক্ষিত আসনের কাউন্সিলর ফাতেমা বেগম, মন্জুয়ারা বেগম, পেয়ারা বেগম, সাধারণ আসনের বেলাল হোসেন, কামাল উদ্দিন বাবুল, আলমগীর হোসেন, মহিন উদ্দিন, আইয়ুব আলী, সাখাওয়াত হোসেন, হাজী এয়াসিন, বদরুল হোসেন ও কামাল উদ্দিন।
সেনবাগ পৌরসভার গত ২৮ নভেম্বর অনুষ্ঠিত নির্বাচনে মেয়র আবু নাছের ভিপি দুলাল আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হয়ে আওয়ামী লীগের দুবারের নির্বাচিত মেয়র আবু জাফর টিপুকে বিপুল ভোটে হারিয়ে মেয়র নির্বাচিত হন।