শীত জেঁকে বসেছে। এরই মধ্যে নড়াইলের লোহাগড়া উপজেলার বিভিন্ন বাজারে রাস্তার পাশে ফুটপাতে গড়ে ওঠা ভাসমান দোকানগুলোতে নিম্ন আয়ের ক্রেতারা শীতবস্ত্র কিনতে ভিড় জমাচ্ছেন।
সরেজমিন দেখা যায়, উপজেলার প্রতিটি বাজার বিশেষ করে সকাল ও সন্ধ্যায় লোহাগড়া উপজেলার লক্ষ্মীপাশা, এডেন্দা, মানিকগঞ্জ, শিয়রবর, লাহুড়িয়া, ইতনা, দিঘলিয়াসহ বিভিন্ন বাজারে ফুটপাতের ক্রেতা বিক্রেতা ব্যস্ত সময় পার করছেন।
এ ছাড়া ও লোহাগড়া উপজেলার বিভিন্ন গ্রামের গুরুত্বপূর্ণ স্থানে শীতের শুরুতে কম দামে শীত বস্ত্র পাওয়ার আশায় ক্রেতারা ও ভিড় করছেন এসব ভাসমান দোকানে। পুরোনো শীত বস্ত্রের বাজার জমে উঠলেও গত বছরের তুলনায় দাম কিছুটা বেশি বলে জানালেন ক্রেতারা।
লোহাগড়া বাজারের ভাসমান ব্যবসায়ী মো. সিহাব উদ্দিন বলেন, গত বছরের তুলনায় শীতের কাপড়ে গুনতে হচ্ছে অতিরিক্ত টাকা। নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের লোক জন অল্প টাকায় শীতের কাপড় কিনতে ভিড় করছেন দোকানে।