২৬ ডিসেম্বর মঙ্গলবার বাংলাদেশ শিল্পকলা একাডেমির বটতলার বাউলকুঞ্জে অনুষ্ঠিত হলো সাধু মেলার ৫৬তম আসর। সাধু মেলার পরিবেশনায় অংশ নেন দেশের প্রত্যন্ত অঞ্চলের বাউল সাধক ও শিল্পীরা।
বাংলাদেশ শিল্পকলা একাডেমির প্রযোজনা বিভাগের ব্যবস্থাপনায় আয়োজিত সাধু মেলায় উপস্থিত ছিলেন বিভাগের পরিচালক সোহাইলা আফসানা ইকো। অনুষ্ঠানের শুরুতেই বাউলগান পরিবেশন করেন আয়নাল হক বাউল।
তিনি পরিবেশন করেন লালনের বাণী ‘রাখো মারো’। এরপর বাউলগান পরিবেশন করেন আব্দুল আউয়াল, চন্দনা মজুমদার, মজিদ বাউল, সমির হোসেন, জহুরা ফকিরানী, মো. শিবলী। আরও গান পরিবেশন করেন শিল্পী রিতা খাতুন, মো. সাইফুল ইসলাম, মো. মিরাজ সিকদার, প্রিয় বিশ্বাস ও শ্রী কৃষ্ণ গোপাল। বাউল গান পরিবেশনার মাঝে সংক্ষিপ্ত বক্তব্য দেন একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী।