পরশুরাম (ফেনী) প্রতিনিধি
ফেনীর পরশুরামে তৃতীয় ধাপে নির্বাচিত ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যানদের শপথ আজ (মঙ্গলবার) জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত হবে।
উপজেলার তিনটি ইউপি চেয়ারম্যানের শপথগ্রহণ অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য চিঠি দেওয়া হয়েছে। এর মধ্যে দুটি ইউপির চেয়ারম্যান শপথ অনুষ্ঠানে যোগ দেবেন। তবে মির্জানগর ইউপি চেয়ারম্যান মো. নুরুজ্জামান ভুট্টু জেল হাজতে থাকায় শপথগ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে পারছেন না।
এ ছাড়া উপজেলার তিনটি ইউপিতে নির্বাচিত সদস্যদের শপথ পাঠ করানো হবে। শপথ পড়াবেন পরশুরাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)।