শেরপুর প্রতিনিধি
শেরপুরে আদালত চত্বরে করোনার টিকাদান কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে জেলা বিচার বিভাগ ও স্বাস্থ্য বিভাগের যৌথ উদ্যোগে ফিতা কেটে এই টিকাদান কেন্দ্রের উদ্বোধন করেন সিভিল সার্জন ডা. অনুপম ভট্টাচার্য্য।
এ সময় তিনি বলেন, সরকারের সাহসিকতা ও কার্যকর উদ্যোগের কারণে সারাদেশে এখন করোনা পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হয়ে এসেছে।
এরপরও শতভাগ টিকাদান কর্মসূচির আওতায় এ কর্মসূচি এখন অনেকটাই সহজ করা হয়েছে। এ কেন্দ্রের মাধ্যমে আদালতের সঙ্গে সংশ্লিষ্ট জনবল ছাড়াও আগত বিচারপ্রার্থী মানুষ এনআইডি কার্ড বা রেজিস্ট্রেশন ছাড়াই কেবল নিজের মোবাইল নম্বর দিয়ে টিকা গ্রহণ করতে পারবেন।
টিকাদান কেন্দ্র উদ্বোধনকালে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. আলমগীর আল মামুন, সিনিয়র সহকারী জজ কামরুল হাসান, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোবারক হোসেন, জেলা আইনজীবী সমিতি ও প্রেসক্লাবের সাবেক সভাপতি রফিকুল ইসলাম আধার, জেলা সদর হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারের কর্মকর্তা অমিত শাহরিয়ার বাপ্পী, উপসহকারী মেডিকেল কর্মকর্তা তাজনীন তালুকদারসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। প্রথম দিনে শতাধিক মানুষ টিকা গ্রহণ করেন।