ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি
চাঁদপুরের ফরিদগঞ্জে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের নামের তালিকা পরিবর্তনের অভিযোগ উঠেছে।
এর সঙ্গে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সাহেদ সরকার জড়িত বলে অভিযোগ করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারী।
এদিকে বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। দলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা ফেসবুকে পোস্ট দিলে এ নিয়ে নিন্দা, ক্ষোভ ও সমালোচনা হয়।
ফরিদগঞ্জ আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারী অভিযোগে করে বলেন, গত ২৯ নভেম্বর উপজেলার ১৬ নম্বর ইউপি চেয়ারম্যান প্রার্থীদের একটি তালিকা মনোনীত করা হয়। ওই তালিকা স্বাক্ষর করে কেন্দ্রে পাঠানোর জন্য দেওয়া হয়। তাতে ১ থেকে ৬ নম্বরে যথাক্রমে আব্দুল কাদের খোকন, অহিদুর রহমান, মহিউদ্দিন ইরান, এসকান্দার আলী, আব্দুস সাত্তার পাটওয়ারী ও জহিরুল ইসলামের নাম দেওয়া হয়েছিল। কিন্তু সাধারণ সম্পাদক আবু সাহেদ সরকার ওই তালিকা পরিবর্তন করেছেন। তিনি টাকার বিনিময়ে এক নম্বরে থাকা ব্যক্তির নাম পরিবর্তন করে অহিদুর রহমানের নাম দিয়েছেন।
আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী আব্দুল কাদের খোকন ও বর্তমান চেয়ারম্যান ইসকান্দার আলীর ছেলে যুবলীগ নেতা রুবেল অভিযোগ করে বলেন, ‘আমরা জেনেছি চূড়ান্ত তালিকার নাম পরিবর্তন করা হয়েছে। পরিবর্তনের সঙ্গে সাধারণ সম্পাদক আবু সাহেদ সরকার জড়িত।’
এদিকে এ বিষয়ে জানার জন্য সাধারণ সম্পাদক আবু সাহেদ সরকারের ব্যক্তিগত মুঠোফোনে কল দিলে তিনি কল রিসিভ করেননি।