ফুলপুর প্রতিনিধি
মহান বিজয় দিবস ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী এবং মুজিববর্ষ উপলক্ষে ফুলপুর উপজেলা প্রশাসন আরও তিনটি বধ্যভূমিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবে। গতকাল মঙ্গলবার উপজেলা প্রশাসন এক সভায় এই সিদ্ধান্ত নেয়।
এই তিনটি বধ্যভূমি হলো পয়ারী ইউনিয়নের পয়ারী বধ্যভূমি, বালিয়া ইউনিয়নের বড়ইকান্দি বধ্যভূমি এবং ফুলপুর ইউনিয়নের মধ্যনগর বধ্যভূমি।
ফুলপুরের ইউএনও শীতেশ চন্দ্র সরকার জানান, এবারের বিজয় দিবসে ফুলপুরে ছয়টি বধ্যভূমিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের সিদ্ধান্ত হয়েছে।